আপনি যদি এই মুহূর্তে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে Flipkart Big Saving Days সেলে আপনার জন্য দুটি দুর্দান্ত ডিল রয়েছে। এই দুটি স্মার্টফোন হল Vivo T3 Ultra এবং Motorola Edge 50 Neo। ফ্লিপকার্টের স্মার্টফোন দুটি 3 হাজার টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। আবার 5 জানুয়ারি পর্যন্ত চলা এই সেলে এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে। উল্লেখ্য, এই দুই ডিভাইসে 50 মেগাপিক্সেল পর্যন্ত সেলফি ক্যামেরা রয়েছে।
Vivo T3 Ultra
ভিভো T3 আল্ট্রা ফোনটির 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা। তবে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে আপনি 3,000 টাকা ছাড়ে এই ফোনটি কিনতে পারবেন। এরজন্য যেকোনো ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্টে করতে হবে। আবার আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকে তাহলে 4450 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়া এক্সচেঞ্জ অফারে 30,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।
ফিচারের কথা বললে এই ফোনে 6.78 ইঞ্চি ডিসপ্লে আছে। এই ফোনটি ডাইমেনসিটি 9200+ চিপসেটে কাজ করে। এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল। সেলফির জন্য এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি ক্যাপাসিটি 5500mAh, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Motorola Edge 50 Neo
এর 8 জিবি র্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 20,999 টাকা। ফ্লিপকার্টের সেলে এই ফোনটি 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড় সহ পাওয়া যাচ্ছে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করা 5% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারে আরও 19,750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।
স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে 6.4 ইঞ্চি সুপার এইচডি ডিসপ্লে উপস্থিত। এর রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি 7300 চিপসেট। এতে 5টি সফটওয়্যার আপডেট পাওয়া যাবে।