মোবাইল

শাওমিকে পিছনে ফেলে দেশের সবথেকে বড় মোবাইল ব্র্যান্ড হল Vivo, তৃতীয় স্থানে নামল Samsung

Published on:

Vivo dethrone xiaomi Samsung number one Smartphone brand

২০২৪ সালে দেশের স্মার্টফোন বাজারে চীনের শাওমিকে পিছনে ফেলে বৃহত্তম সংস্থার তকমা পেয়েছে Vivo। স্যামসাং এবং শাওমি, দুই সংস্থাকেই জোরদার টক্কর দিয়ে শীর্ষস্থান দখল করেছে ভিভো। দ্বিতীয় স্থানে রয়েছে Xiaomi, তৃতীয় স্থানে নেমেছে Samsung এবং চতুর্থ স্থানে রয়েছে আর এক চীনা ব্র্যান্ড Oppo। এই তালিকায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে অ্যাপলের। দেশজুড়ে বিক্রি বৃদ্ধির পাশাপাশি উপস্থিতিও বাড়িয়েছে এই মার্কিন ব্র্যান্ড।

কাউন্টারপয়েন্টের রিসার্চ-এর অনুযায়ী, এই বৃদ্ধির পিছনে সবথেকে বেশি অবদান প্রিমিয়াম স্মার্টফোনের। অর্থাৎ যেগুলির দাম ৩০ হাজার টাকার বেশি। এই বিভাগে বৃদ্ধি হয়েছে ৯%, যা দেশে স্মার্টফোনের ইতিহাসে সবথেকে বেশি। ২০২৪ সালে মোট ১৫ কোটি ৩০ লক্ষ স্মার্টফোন বিক্রি হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ১% বেশি।

তবে বাজেট স্মার্টফোনের বিক্রি তুলনামূলক কমেছে, যেগুলির দাম সাধারণত ১০ হাজার টাকার কম। এর পিছনে কারণ হিসাবে মনে করা হচ্ছে মুদ্রাস্ফীতি, উচ্চ দামের ফোনগুলির উপর নানা EMI ও অফার ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে, দেশের স্মার্টফোন বাজার পরিবর্তিত হচ্ছে। যারা প্রথমবার ফোন কিনছেন, এমন ক্রেতার সংখ্যা কমছে। তারা আপগ্রেড করতে চাইলে, আরও ভালো ফিচার ও উন্নত মানের ফোন নেওয়ার দিকে বেশি ঝুঁকছেন।

উল্লেখযোগ্য পরিসংখ্যান

  • মোট স্মার্টফোনের ৭৮% এখন ৫জি স্মার্টফোন।
  • MediaTek প্রসেসর চালিত ফোনের সংখ্যা ৫২%।
  • তারপর রয়েছে Qualcomm প্রসেসর চালিত ফোন ২৫%।
  • সবথেকে দ্রুত হারে বৃদ্ধি করছে Nothing, বিক্রি বেড়েছে ৫৭৭%।

২০২২ সালের দারুন প্রত্যাবর্তন করেছে Motorola শেষ ত্রৈমাসিকে বিক্রি ৪% হ্রাস পেলেও সামগ্রিক বিক্রি ২০২৩ এর তুলনায় বেশি। বাড়ছে এআই চালিত স্মার্টফোনের সংখ্যা বাড়ছে।