২০২৪ সালে দেশের স্মার্টফোন বাজারে চীনের শাওমিকে পিছনে ফেলে বৃহত্তম সংস্থার তকমা পেয়েছে Vivo। স্যামসাং এবং শাওমি, দুই সংস্থাকেই জোরদার টক্কর দিয়ে শীর্ষস্থান দখল করেছে ভিভো। দ্বিতীয় স্থানে রয়েছে Xiaomi, তৃতীয় স্থানে নেমেছে Samsung এবং চতুর্থ স্থানে রয়েছে আর এক চীনা ব্র্যান্ড Oppo। এই তালিকায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে অ্যাপলের। দেশজুড়ে বিক্রি বৃদ্ধির পাশাপাশি উপস্থিতিও বাড়িয়েছে এই মার্কিন ব্র্যান্ড।
কাউন্টারপয়েন্টের রিসার্চ-এর অনুযায়ী, এই বৃদ্ধির পিছনে সবথেকে বেশি অবদান প্রিমিয়াম স্মার্টফোনের। অর্থাৎ যেগুলির দাম ৩০ হাজার টাকার বেশি। এই বিভাগে বৃদ্ধি হয়েছে ৯%, যা দেশে স্মার্টফোনের ইতিহাসে সবথেকে বেশি। ২০২৪ সালে মোট ১৫ কোটি ৩০ লক্ষ স্মার্টফোন বিক্রি হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ১% বেশি।
তবে বাজেট স্মার্টফোনের বিক্রি তুলনামূলক কমেছে, যেগুলির দাম সাধারণত ১০ হাজার টাকার কম। এর পিছনে কারণ হিসাবে মনে করা হচ্ছে মুদ্রাস্ফীতি, উচ্চ দামের ফোনগুলির উপর নানা EMI ও অফার ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে, দেশের স্মার্টফোন বাজার পরিবর্তিত হচ্ছে। যারা প্রথমবার ফোন কিনছেন, এমন ক্রেতার সংখ্যা কমছে। তারা আপগ্রেড করতে চাইলে, আরও ভালো ফিচার ও উন্নত মানের ফোন নেওয়ার দিকে বেশি ঝুঁকছেন।
২০২২ সালের দারুন প্রত্যাবর্তন করেছে Motorola শেষ ত্রৈমাসিকে বিক্রি ৪% হ্রাস পেলেও সামগ্রিক বিক্রি ২০২৩ এর তুলনায় বেশি। বাড়ছে এআই চালিত স্মার্টফোনের সংখ্যা বাড়ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.