মোবাইল

চার চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, হোলির আগে Vivo V40 Pro 5G এর দাম কমলো

Published on:

Vivo holi sale discount offer v40 pro 5g smartphone 8000 price off

ভিভোর ভি সিরিজের ফোনগুলি ক্যামেরার জন্য সেরা। তাই আপনি যদি কোনো ক্যামেরা স্মার্টফোন কিনতে চান তাহলে এই সিরিজের যেকোনো একটি ডিভাইস কিনতে পারেন। আর এই মুহূর্তে এই সিরিজের Vivo V40 Pro 5G ফোনটি ডিসকাউন্ট অফারে পাওয়া যাচ্ছে। এটি ৮,০০০ টাকা ছাড়ে কিনে নেওয়া যাবে। ফিচারের কথা বললে, এই হ্যান্ডসেটের আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আসুন Vivo V40 Pro 5G কি কি অফারে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Vivo V40 Pro 5G এর দাম ও ফ্লিপকার্টে অফার

ভিভো ভি৪০ প্রো ৫জি এর ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬০,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এটি এখন ৫,০০০ টাকা ছাড়ে ৫৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। অন্যান্য ডিসকাউন্ট অফারের কথা বললে, ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ৩,০০০ টাকা ছাড়ও পাওয়া যাবে। এক্ষেত্রে আপনি এই মডেলটি ৫২,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

আরও পড়ুন:  চোখের নিমেষে ফুল চার্জ, সেরা পাঁচ ফাস্ট চার্জিং স্মার্টফোন, Realme থেকে OnePlus আছে লিস্টে

Vivo V40 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি৪০ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন ২৮০০ × ১২৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে কাজ করে। ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এতে আইপি৬৮ রেটিং আছে।

আরও পড়ুন:  মোটোরোলার চারটে ফোনের দাম ফাঁস হল, স্টোরেজ থাকবে প্রচুর, মেমরি কার্ডকে বলুন গুড বাই

ফটোগ্রাফির জন্য Vivo V40 Pro 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেল Sony IMX921 সেন্সর। এছাড়াও এতে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ৫০ মেগাপিক্সেল আরেকটি সেন্সর উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।