ভিভো চলতি মাসেই তাদের নতুন S সিরিজের দুটি স্মার্টফোন বাজারে আনছে। এই দুই ডিভাইসের নাম Vivo S30 এবং Vivo S30 Pro Mini। আগামী ২৯ মে এই দুই ফোন লঞ্চ করা হবে। ইতিমধ্যে জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব তার X (আগে টুইটার) অ্যাকাউন্ট থেকে এই দুই ফোনের ফিচার ও অফিসিয়াল টিজার প্রকাশ করেছেন। Vivo S30 এবং Vivo S30 Pro Mini আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত ফিচারের কারণে ফ্যানদের মধ্যে আগ্রহ তৈরি করবে বলে মনে হয়।
অভিষেক যাদব দাবি করেছেন, ভিভো এস৩০ প্রো মিনি ফোনে থাকবে ৬.৩১ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের ফ্ল্যাট LTPO ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো OIS ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। ভিভো এস৩০ প্রো মিনি মেটাল ফ্রেম ডিজাইন অফার করবে।
ভিভো এস৩০ মডেলে ৬.৬৬ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনযুক্ত LTPS AMOLED ডিসপ্লে থাকতে পারে, যেটিও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। ক্যামেরার কথা বললে, এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল OIS সেন্সর দেওয়া হবে। ডিভাইসটি ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। তবে এই মডেলে ব্যবহার করা হবে প্লাস্টিক ফ্রেম।
ভিভো সম্প্রতি ভারতে V সিরিজের অধীনে V50 Elite Edition লঞ্চ করেছে। এই স্মার্টফোনে আছে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে, ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। এতে আছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.