ভিভো তাদের এস৩০ সিরিজের অধীনে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করল – Vivo S30 এবং Vivo S30 Pro Mini। এদের দাম শুরু হয়েছে প্রায় ৩২ হাজার টাকা থেকে। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম চালিত Vivo S30 সিরিজে আছে নজরকাড়া ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি। উভয় স্মার্টফোন নতুন সিনেমাটিক ফিচার অফার করে। আসুন ফোন দুটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
আপাতত ভিভো এস৩০ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে। যারা প্রি-অর্ডার করবেন তারা এক্সক্লুসিভ Sanrio থিমযুক্ত গিফট বক্স পাবেন, যেখানে থাকছে ফটো ফ্রেম কুপন, ফোন কেস, পাউচ, ল্যানিয়ার্ড এবং স্ট্যান্ড। চীনে এদের বিক্রি শুরু হবে ৬ জুন থেকে।
১২ জিবি + ২৫৬ জিবি: ২৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা)
১২ জিবি + ৫১২ জিবি: ২৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৫০০ টাকা)
১৬ জিবি + ৫১২ জিবি: ৩২৯৯ ইউয়ান (প্রায় ৩৯,০০০ টাকা)
১২ জিবি +২৫৬ জিবি: ৩৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৪০০ টাকা)
১২ জিবি + ৫১২ জিবি: ৩৭৯৯ ইউয়ান (প্রায় ৪৪,৯০০ টাকা)
১৬ জিবি + ৫১২ জিবি: ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৪০০ টাকা)
ভারত সহ গ্লোবাল মার্কেটে ভিভো এস৩০ সিরিজ রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে পরবর্তীতে লঞ্চ হতে পারে।
ভিভো এস৩০ মডেলে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এই ডিসপ্লে এইচডিআর ১০ প্লাস ও সর্বোচ্চ ৫০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে BOE-এর Q10 প্যানেল দেওয়া হয়েছে। অন্যদিকে, ভিভো এস৩০ মিনি স্মার্টফোনে রয়েছে ছোট ৬.৩১-ইঞ্চি ১.৫কে LTPO AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।
পারফরম্যান্সের জন্য Vivo S30 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, যেখানে S30 Pro Mini মডেলে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট। ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫ কাস্টম স্কিনে চলবে। ফোনগুলিতে রয়েছে ওয়ান ট্যাপ ট্রান্সফার, ম্যাকের সঙ্গে ডিভাইস সিঙ্কিং, এয়ারপডস লোকেটর সাপোর্ট এবং ফ্ল্যাশ সেল ইঞ্জিন।
ফটোগ্রাফির জন্য Vivo S30 সিরিজের দুটি মডেলেই রয়েছে একই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল (S30-এ Sony LYT700V ও Pro Mini-তে IMX921 সেন্সর), ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (৩x অপটিক্যাল জুম) ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।
এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে অটোফোকাস, সফট লাইটিং এবং ডিসটরশন কারেকশন। Pro Mini মডেলে বাড়তি ক্লিয়ার পোট্রেট টেক্সচার অ্যালগরিদম যুক্ত করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য উভয় ফোনেই রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। S30 মডেলে পাওয়া যাবে প্লাস্টিক ফ্রেম, অন্যদিকে S30 Pro Mini-তে দেওয়া হয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম বডি ও গরিলা গ্লাস প্রোটেকশন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.