২০ হাজার টাকার মধ্যে নতুন ফোন কিনতে চাইলে, Vivo T3 Pro 5G আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। আর ফ্লিপকার্টে আজ থেকে শুরু হওয়া মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যালে এটি লোভনীয় অফারের সাথে পাওয়া যাচ্ছে। সেলে এই স্মার্টফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৩ শতাংশ ডিসকাউন্টের পর ২২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ৩১ মার্চ পর্যন্ত চলা এই সেলে আপনি এটি ২ হাজার টাকা ব্যাঙ্ক অফার সহ কিনতে পারবেন।
এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৩০৫০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে আপনি Vivo T3 Pro 5G ফোনের দাম ১৩,৩৫০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থার, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির ওপর নির্ভর করবে।
Vivo T3 Pro 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
ভিভো টি৩ প্রো ৫জি ফোনে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্নাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে অরালাইটের সাথে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো টি৩ প্রো ৫জি ডিভাইসে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে 5G এসএ/এনএসএ, ডুয়াল 4G ভোল্টি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট। ডিভাইসটি দুটি কালার অপশনে এসেছে – এমারেল্ড গ্রীন এবং স্যান্ডস্টোন অরেঞ্জে।