আরও এক শহরে চালু হল Vodafone Idea (Vi) এর 5G পরিষেবা, পাবেন আনলিমিটেড ডেটা

আরও একটি শহরে চালু হল Vodafone Idea (Vi) -র 5G পরিষেবা। জয়পুরবাসীরা আজ অর্থাৎ ২৩ জুলাই থেকে কোম্পানির নতুন হাই-স্পিড নেটওয়ার্কের সুবিধা পাবেন। এরজন্য প্রয়োজন হবে একটি 5G স্মার্টফোনের। Vi জানিয়েছে, এটি তাদের ৫জি সম্প্রসারণ পরিকল্পনার অংশ। কোম্পানিটি ২৩টি শহর ও ১৭টি গুরুত্বপূর্ণ সার্কেলে পর্যায়ক্রমে ৫জি নেটওয়ার্ক চালু করতে চলেছে।

Vi দিচ্ছে মাত্র ২৯৯ টাকায় আনলিমিটেড 5G ডেটা

5G পরিষেবা চালুর সাথে সাথে ভোডাফোন আইডিয়ার তরফে একটি ওয়েলকাম অফার আনা হয়েছে, যেখানে গ্রাহকরা মাত্র ২৯৯ টাকার প্ল্যান রিচার্জ করে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সিনেমা দেখা, অনলাইন গেম খেলা, ক্লাউড থেকে বড় ফাইল ডাউনলোড, সবই হবে কোনো রকম বিঘ্ন ছাড়াই।

Ericsson-এর সঙ্গে হাত মিলিয়েছে কোম্পানি

নতুন নেটওয়ার্ক পরিষেবা চালু করার পাশাপাশি Vi তাদের গ্রাহকদের আরও ভালো এবং স্মার্ট 5G অভিজ্ঞতা দিতে সুইডিশ টেলিকম জায়ান্ট Ericsson-এর সঙ্গে পার্টনারশিপ করেছে। AI-চালিত ও সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্ক (SON) প্রযুক্তি ব্যবহার করে কানেক্টিভিটির গুণগত মান বাড়ানো হয়েছে।

এই বিষয়ে Vi-র অপারেশনস ডিরেক্টর শৈলেন্দ্র সিং বলেছেন, “জয়পুরে Vi 5G চালু করতে পেরে আমরা গর্বিত। আধুনিক 5G ও শক্তিশালী 4G পরিষেবার মাধ্যমে আমরা গ্রাহকদের আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দিতে চাই।”

রাজস্থানে আরও শক্তিশালী হলো Vi-র 4G পরিষেবা

ভোডাফোন আইডিয়ার সাম্প্রতিক ফলো অন পাবলিক অফারের পর রাজস্থানে কোম্পানিটি 4G নেটওয়ার্কেও উল্লেখযোগ্য উন্নতি এনেছে। এক্ষেত্রে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৭০০টিরও বেশি টাওয়ারে নতুন ইনডোর কভারেজ পাওয়া যাবে। ২১০০ মেগাহার্টজ স্পেকট্রামে ২০০০+ সাইটে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আরও ২৫০০টির বেশি সাইটে নতুন ২১০০ মেগাহার্টজ ব্যান্ড যুক্ত করা হয়েছে।