আগামী সপ্তাহে আসছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 7300mAh ব্যাটারির ভিভো ফোন

ভিভো শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন বাজারে আনছে। কোম্পানিটি নিশ্চিত করেছে আগামী ২২ এপ্রিল দুপুর ১২টায় Vivo T4 5G ভারতী বাজারে লঞ্চ হবে। ইতিমধ্যেই এই ডিভাইস সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আর ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ এর জন্য মাইক্রোসাইট লাইভ করা হয়েছে।
মাইক্রোসাইট থেকে জানা গেছে, Vivo T4 5G এর ব্যাক প্যানেলে গোলাকৃতি ক্যামেরা মডিউল থাকবে এবং এটি বিভিন্ন কালার অপশনে পাওয়া যাবে। আসুন ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশনে জেনে নেওয়া যাক।
Vivo T4 5G এর সম্ভাব্য দাম
আসন্ন ভিভো টি৪ ৫জি এর দাম রাখা হতে পারে ২৪,৯৯৯ থেকে ২৯,৯৯৯ টাকার মধ্যে। অর্থাৎ এটি মিড রেঞ্জে আসবে। এটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।
Vivo T4 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো টি৪ ৫জি ফোনে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হতে পারে
ফটোগ্রাফির জন্য ভিভো টি৪ ৫জি ডিভাইসে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, যেটি Sony IMX882 সেন্সর হবে ও এতে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। সঙ্গে থাকবে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 5G হ্যান্ডসেটে থাকতে পারে ৭৩০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্মার্টফোনটি সমস্ত বেসিক কানেক্টিভিটি অপশন অফার করবে।