Vivo T4 Lite 5G: ভিভোর সবচেয়ে সস্তা 5G ফোন ভারতে লঞ্চ হল, রয়েছে চমৎকার ক্যামেরা ও ফিচার

ঘোষণা মতো আজ Vivo T4 Lite 5G ভারতে লঞ্চ হল। এর দাম হয়েছে ১৫ হাজার টাকার কম। সাশ্রয়ী মূল্যে এলেও ভিভোর এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট এবং শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি। এতে ১০০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লেও উপস্থিত। আসুন Vivo T4 Lite 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo T4 Lite 5G এর ভারতে দাম ও সেলের তারিখ

ভিভো টি৪ লাইট ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১০,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১২,৯৯৯ টাকা।

আগামী ২ জুলাই থেকে ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া-এর নিজস্ব অনলাইন স্টোর এবং কিছু নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোর থেকে ফোনটি কেনা যাবে। এটি দুটি রঙে পাওয়া যাবে – প্রিজম ব্লু এবং টাইটেনিয়াম গোল্ড।

Vivo T4 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৪ লাইট ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৪-ইঞ্চি এইচডি প্লাস এলসিডি দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১,০০০ নিটস পর্যন্ত। এই ডিসপ্লে TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo T4 Lite 5G এর পিছনে ৫০-
মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে রয়েছে ৫-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় এআই ফটো এনহ্যান্সার ও এআই ইরেজার-এর মতো কিছু স্মার্ট ফিচারও যুক্ত আছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 Lite 5G ডিভাইসে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি IP64 রেটিং-সহ এসেছে, যা জল ও ধুলো প্রতিরোধ করবে। এছাড়া এই স্মার্টফোন এসজিএস ৫ স্টার অ্যান্টি ফল সার্টিফিকেশন ও MIL-STD-810H মিলিটারি গ্রেড শক-প্রটেকশন সহ লঞ্চ হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।