ভারতে আজ মঙ্গলবার লঞ্চ হল Vivo T4 Pro। এর দাম রাখা হয়েছে ৩৫,০০০ টাকার কম। এর মুখ্য ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সরযুক্ত ৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স, ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। Vivo T4 Pro তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ও দুটি কালার অপশনে এসেছে। আবার এতে এআই-চালিত প্রোডাক্টিভিটি ও ইমেজিং টুলস পাওয়া যাবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ভারতে Vivo T4 Pro এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ২৯,৯৯৯ টাকা। আর টপ-এন্ড ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩১,৯৯৯ টাকা। এটি দুটি রঙে বাজারে এসেছে – ব্লেজ গোল্ড ও নিট্রো ব্লু। আগামী ২৯ আগস্ট থেকে এটি Vivo India e-store, Flipkart ও অন্যান্য অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
লঞ্চ অফার হিসেবে, প্রথম সেলে ভিভো টি৪ প্রো কেনার সময় এইচডিএফসি, অ্যাক্সিস ও এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। এর সাথে ৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এছাড়া ছয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনের সুবিধাও থাকবে। শুধু তাই নয়, ভিভো টি৪ প্রো কেনার পর যেসমস্ত জিও গ্রাহক ১,১৯৯ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করবেন, তারা দুই মাসের জন্য ১০টি জনপ্রিয় OTT অ্যাপের ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন।
Vivo T4 Pro এর সামনে দেখা যাবে ৬.৭৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০×২,৩৯২ পিক্সেল) কোয়াড-কার্ভড অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস লেভেল ৫,০০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ভিভো আশ্বাস দিয়েছে, এতে চার বছর পর্যন্ত ওএস আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
এই স্মার্টফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স আছে, যা ৩x জুম সাপোর্ট করবে ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Vivo T4 Pro মডেলে একাধিক এআই ফিচার উপস্থিত। এতে গুগল জেমিনি অ্যাপ প্রি-ইনস্টল আছে। এর সাথে পাওয়া যাবে Gemini Live সহ একাধিক এআই টুল। স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দুর্দান্ত করতে এতে এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, এআই স্প্যাম কল প্রোটেকশন, এআই প্রোফেশনাল পোট্রেট, এআই ইরেজ ৩.০, এআই ম্যাজিক মুভ সহ একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আর তাপ নিয়ন্ত্রণের জন্য এই ফোনে ১০-লেয়ার ভিসি কুলিং সিস্টেম রয়েছে। এতে আইপি৬৮/আইপি৬৯ রেটিং পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.