মোবাইল

১৩৯৯৯ টাকায় কিনুন ১৬ জিবি র‌্যাম ও ৬৫০০ এমএএইচ ব্যাটারির Vivo ফোন, সাথে ৫০ এমপি ক্যামেরা

Published on:

vivo t4x 5g today special discount offer featuring 16gb ram 6500mah battery at just 13999 rupees

ভিভো সম্প্রতি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি সহ Vivo T4x 5G লঞ্চ করেছে। বড় ব্যাটারি ছাড়াও এতে চমৎকার ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর রয়েছে। যদি আপনি ১৫,০০০ টাকার কমে ফিচারসমৃদ্ধ লেটেস্ট স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ডিভাইসটি বেছে নিতে পারেন। আর ফ্লিপকার্ট আজ Vivo T4x 5G এর ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১,০০০ টাকা স্পেশাল ডিসকাউন্টে বিক্রি করছে। ফ্লিপকার্টের এই অফার শুধুমাত্র আজ ২৮ মার্চের জন্য।

Vivo T4x 5G মডেলে দারুণ অফার

ভিভো টি৪এক্স ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু আজ স্পেশাল ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ফোনটি ১৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি এর সাথে এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে।

পুরান ফোন এক্সচেঞ্জ করলে ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ব্যাঙ্ক অফার পেতে ক্রেতাদের HDFC ব্যাঙ্ক, SBI এবং Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। কালার অপশনের কথা বললে, এটি মেরিন ব্লু এবং পার্পল কালারে কেনা যাবে।

Vivo T4x 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো টি৪এক্স ৫জি ডিভাইসে সেগমেন্টের সবচেয়ে বড় ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৭৩ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিনে চলে। হ্যান্ডসেটটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য ভিভোর এই স্মার্টফোনে অটোমেটিক ফোকাস সহ ৫০ মেগাপিক্সেল AI প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, পিছনে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সরও পাওয়া যাবে। ফোনে রিং লাইট এবং ফ্ল্যাশও দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে AI ইরেজারও আছে, যার মাধ্যমে আপনি ছবিতে দেখা অনাকাঙ্ক্ষিত অবজেক্টগুলি মুছে ফেলতে পারবেন।