ফ্ল্যাগশিপ X200 সিরিজ লঞ্চের পর, এবার বাজেট স্মার্টফোন সেগমেন্টে মনোনিবেশ করেছে ভিভো। চাইনিজ ব্র্যান্ডটি Vivo T3x 5G ও Vivo Y59 5G মডেলের দুই নতুন ফোন ভারতে আনতে চলেছে। সংস্থার তরফে এখনও কিছু ঘোষণা না হলেও ফোন দুটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। যা ভারতে এদের লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। দুই ফোনই সাশ্রয়ী মূল্যে দেশে আত্মপ্রকাশ করবে।
মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুসারে, Vivo T4x 5G ও Vivo Y59 5G ভারতের BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। লিস্টিং শুধুমাত্র দুই ফোনের মডেল নম্বর প্রকাশ করেছে। Vivo T4x 5G-এর মডেল নম্বর V2437, যেখানে Vivo Y59 5G ফোনটি V2443 মডেল নম্বরের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবরে ফোনগুলি একই মডেল নম্বরের সঙ্গে IMEI ডেটাবেসে হাজির হয়েছিল।
এই মুহূর্তে, স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। যেহেতু, Vivo T4x গত বছরের T3x 5G-এর উত্তরসূরি হতে চলেছে, তাই এটি একই দামের সেগমেন্টে থাকবে এবং সামান্য আপগ্রেড পাবে বলে আশা করা যায়। T3x 5G ফোনটিতে ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ আইপিএস, এলসিডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও ১০০০ নিটস পিক ব্রাইটনেস রয়েছে।
এছাড়া, ৪ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসের দাম ১৩,৪৯৯ টাকা থেকে শুরু হয়ে ১৬,৪৯৯ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যদিকে, Vivo Y59 5G-এর পূর্বসূরী Y58 5G লঞ্চ হয়েছিল ১৯,৪৯৯ টাকায়।।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.