মোবাইল

এবার ভারতে আসছে Vivo T4x, ১৫ হাজার টাকার কমে পাবেন বাহুবলী ব্যাটারি

Published on:

Vivo t4x launch timeline in india leaked

Vivo শীঘ্রই ভারতে নতুন T4 সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। যদিও লঞ্চের দিন এখনও সামনে আসেনি, তবে এই স্মার্টফোনের নাম রাখা হবে Vivo T4x। যারা দীর্ঘ ব্যাটারি লাইফের ডিভাইস কিনতে চান তাদের জন্য এটি দুর্দান্ত একটি বিকল্প হবে। বড় ব্যাটারি ছাড়াও কম বাজেটের এই হ্যান্ডসেটে থাকবে দুর্দান্ত ফিচার। আসুন Vivo T4x সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক

Vivo T4x কখন লঞ্চ হবে

ইন্ডাস্ট্রি মারফত খবর পেয়ে মাইস্মার্টপ্রাইস জানিয়েছে যে, চলতি বছরের মার্চে Vivo T4x ভারতে লঞ্চ হবে। যদিও তারা এর সঠিক লঞ্চের তারিখ বলতে পারেনি। মাইস্মার্টপ্রাইস আরও জানিয়েছে যে Vivo T4x স্মার্টফোনে থাকবে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা এই সেগমেন্টের বৃহত্তম বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর উত্তরসূরি অর্থাৎ Vivo T3x মডেলে ছিল ৬০০০ এমএএইচ ব্যাটারি। পূর্বসূরীর মতো, এই ফোনটির দাম ১৫,০০০ টাকার নিচে রাখা হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, ভিভো টি৪এক্স স্মার্টফোনটি প্রোন্টো পার্পল এবং মেরিন ব্লু নামে দুটি কালারে পাওয়া যাবে। এছাড়া, এই ডিভাইস সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায় যে, শীঘ্রই এই ফোনের কিছু অফিসিয়াল টিজার প্রকাশ করা হবে, আর এই টিজার থেকে ভিভো টি৪এক্স এর অন্যান্য স্পেসিফিকেশন জানা যাবে।

Vivo T3x এর দাম এবং ফিচার

নতুন ভিভো ফোনটি গত এপ্রিলে লঞ্চ হওয়া ভিভো টি৩এক্স এর উত্তরসূরি হবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের LCD স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর দাম ১২,৪৯৯ টাকা।