মোবাইল

সামনে ও পিছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, Vivo V40 5G এখন ৮০০০ টাকা সস্তা

Published on:

Vivo v40 5G with 50mp rear and selfie camera price cut rs 8000 in Flipkart Big Saving Days Sale

সামনেই হোলি! আর হোলিতে ই-কমার্স সাইটগুলি বিভিন্ন সেলের ঘোষণা করেছে। এই সব সেলে স্মার্টফোনের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যেমন এখন আপনি Vivo V40 5G লোভনীয় অফারে কিনতে পারবেন। ক্যামেরা কেন্দ্রিক এই ফোনটি হোলিতে ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে এমন অফার পাওয়া যাচ্ছে। আসুন ডিভাইসটি কত দামে বাড়ি আনা যাবে দেখে নেওয়া যাক।

Vivo V40 5G ফোনের সাথে লোভনীয় অফার

ভিভো ভি৪০ ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে এটি কম দামে পাওয়া যাচ্ছে। সেলে ডিভাইসটি ৬,০০০ টাকা ছাড়ে মাত্র ৩৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

Vivo V40 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি৪০ ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ২৮০০ x ১২৬০ পিক্সেল। এই ডিসপ্লে ৪৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলবে।

Vivo V40 5G স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও আছে ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।