মোবাইল

সামনে ও পিছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, Vivo V50 5G সস্তায় বাড়ি আনুন

Published on:

Vivo v50 5G with 50mp rear 50 megapixel selfie camera big discount offer in Flipkart big Bachat Days Sale

দারুণ সেলফি ক্যামেরা সহ কোনো নতুন স্মার্টফোন কিনতে চাইলে, Vivo V50 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আর এই মুহূর্তে ফ্লিপকার্টের বিগ বাঁচাত ডেজ সেলে আপনি এই ডিভাইসটি লোভনীয় অফারের সাথে কিনতে পারবেন। এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৩ শতাংশ ডিসকাউন্টে ৩৬,৯৯৯ টাকায় সেলে বিক্রি হচ্ছে। আবার ৬ এপ্রিল পর্যন্ত চলা এই সেলে আপনি ফোনটি ১,৫০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে কিনতে পারবেন।

আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৩,২৭৫ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি Vivo V50 5G ফোনের দাম ২৩,১৫০ টাকায় কমাতে পারবেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া অতিরিক্ত ছাড় পুরোনো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

Vivo V50 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন্স

ভিভো ভি৫০ ৫জি ফোনে ২৩৯২x১০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ফুল এইচডি+ কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ভিভো ভি৫০ ৫জি ডিভাইসে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল অটো-ফোকাস ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাজ করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ভিভোর এটি ফোনে IP68/69 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং আছে।