Vivo V50 যে ফেব্রুয়ারিতেই ভারতে আসছে তা আর অজানা নেই। ইতিমধ্যেই স্মার্টফোনটির প্রথম টিজার প্রকাশ হয়েছে। সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণার আগেই এখন ডিভাইসটির লঞ্চের তারিখ প্রকাশ্যে এসেছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি পোস্টার থেকে জানা গিয়েছে যে Vivo V50 আগামী ১৮ ফেব্রুয়ারি এদেশে প্রকাশ হবে।
Vivo V সিরিজ ক্যামেরার জন্য পরিচিত। আপকামিং V50 মডেলটির ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। গত সপ্তাহের শুরুতে ফোনটির পিছনের ডিজাইন ফাঁস করেছিল। ব্যাক প্যানেলে ছিল রোজ রেড হিউ’ কালার অপশন, যা দেখতে খুবই মিষ্টি। ফোনের ব্যাকে পিল আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে দুটি সেন্সর অবস্থিত।
Vivo V50 দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ভিভো ভি৫০-এর দাম ভারতে ৩৭,৯৯৯ টাকার মধ্যে থাকতে পারে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে ৬.৭ ইঞ্চি কোয়াড-কার্ভড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রগন ৭ জেন ৩ চিপ ব্যবহার হতে পারে। ডিভাইসটি ৮ জিবি / ১২ র্যাম ও ২৮৬ জিবি /৫১২ জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হওয়ার সম্ভাবনা।
নতুন ফোনটিতে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও সামনে ৫০ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা মিলবে। ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ১৫ কাস্টম স্কিমে ইনস্টলড থাকবে ফোনে। এছাড়া, জল ও ধুলো থেকে রক্ষার জন্য আইপি৬৮ বা আইপি৬৯ রেটিং থাকতে পারে।