মোবাইল

নজর ফেরাতে পারবেন না, Vivo V50 হবে 6000mAh ব্যাটারি ও 3D স্টার প্রযুক্তির সবচেয়ে পাতলা ফোন

Published on:

Vivo V50 with 3d star technology slimmest Smartphone with 6000mah battery

ভিভোর নতুন স্মার্টফোন Vivo V50 ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এই ফোনের ডিজাইন টিজ করেছে সংস্থা। টিজারে ডিভাইসটিকে দুটি কালারে দেখা গেছে। এছাড়া জানা গেছে এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ও ZEISS অপটিক্স সহ অরা লাইট থাকবে। আজ আবার জানা গেছে যে, Vivo V50 ভারতের প্রথম ফোন হবে যেখানে 3D স্টার প্রযুক্তি ব্যবহার করা হবে। এই ফিচার ফোনের ব্যাক প্যানেলকে অনন্য করে তুলবে। সরাসরি সূর্যের আলো বা ইনডোর লাইটের সংস্পর্শে এলে ফোনটির ব্যাক প্যানেলটি তারাভরা রাতের আকাশের মতো দেখাবে। ফোনটি রোজ রেড ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলেও নিশ্চিত করা হয়েছে।

Vivo V50 হবে ৬০০০ এমএএইচ ব্যাটারির ভারতের সবচেয়ে পাতলা ফোন

3D স্টার প্রযুক্তি ছাড়াও ভিভো জানিয়েছে যে, ভি৫০ হবে ৬০০০ এমএএইচ ব্যাটারির সাথে ভারতের সবচেয়ে পাতলা ফোন। ভিভো ভি৫০ এর টাইটানিয়াম গ্রে ভ্যারিয়েন্ট মাত্র ৭.৩৯ মিমি পুরু হবে। এদিকে, ফোনটির রোজ রেড ভ্যারিয়েন্ট ৭.৫৭ মিমি এবং স্টারি নাইট ব্লু ৭.৬৭ মিমি পুরু হবে। ভি সিরিজের এই স্মার্টফোনে প্রথমবার কোয়াড কার্ভড ডিসপ্লে থাকবে।

এদিকে ভিভো ভি৫০ ডিভাইসে নতুন ZEISS পোর্ট্রেট স্টাইল থাকতে পারে। এর আগে জানা গিয়েছিল, এই ফোনটি স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরে চলবে। ফটোগ্রাফির জন্য, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে উভয় ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo X200 Pro Mini

Vivo X200 এবং X200 Pro গতবছরের ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এবার কোম্পানি ভারতে এই সিরিজের আরও একটি ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ফোনটির নাম ভিভো এক্স২০০ প্রো মিনি। স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে ডিভাইসটি। এটি এপ্রিলে এদেশে পা রাখবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে এই ফোন। ধারণা করা হচ্ছে, এর ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার চীনা ভ্যারিয়েন্টের মতোই হবে।

ফোনটির চীনা ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৩১ ইঞ্চির কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। আর সামনে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।