ভিভোর নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন আসতে চলেছে বাজারে। সংস্থা এই বিষয়ে কিছু নিশ্চিত না করলেও, V2428 মডেল নম্বরের একটি হ্যান্ডসেট ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS প্ল্যাটফর্মে হাজির হয়ে জল্পনা বাড়িয়েছে। এর আগে IMEI ডেটাবেসে ফোনটি দেখা গিয়েছিল। যেখান থেকে এটির মার্কেটিং নাম Vivo V50e বলে জানা গিয়েছে।
বিআইএস শংসাপত্র অবশ্য ভিভো ভি50ই-এর কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। অন্যদিকে, V2427 মডেল নম্বর সহ ভিভোর আরেকটি ফোন থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশনে উপস্থিত হয়েছে, যা V50 নাম নিশ্চিত করেছে। স্মার্টফোনটি GSM/WCDMA/LTE/NR কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে Vivo V50 সিরিজ বিভিন্ন গ্লোবাল সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। এর আগে Vivo V50 ও V50e হাজির হয়েছিল ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটে। ফলে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে আশা করা যায়। V50 মডেলটি ভিভোরই S20 স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। এটি গত বছরের নভেম্বরে চীনে লঞ্চ হয়েছিল।
জানিয়ে রাখি, Vivo S20 ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 5000 নিটস পিক ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার সাপোর্ট সহ 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর, সর্বোচ্চ 16+512 জিবি স্টোরেজ অপশন, 50+8 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, Android 15 সফটওয়্যার, এবং 90W ফাস্ট চার্জিংয়ের সুবিধার সঙ্গে 6,500 এমএএইচ ব্যাটারি রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.