৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V60 স্মার্টফোনের সেল শুরু, পাবেন লোভনীয় অফার

গত ১২ আগস্ট ভারতে লঞ্চ হয়েছিল Vivo V60। আজ থেকে ফোনটির বিক্রি শুরু হল। ভিভো ইন্ডিয়ার ই-স্টোর ও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ডিভাইসটি কেনা যাবে। সেল উপলক্ষে এই স্মার্টফোনের ওপর ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ও কম্বো অফার পাওয়া যাবে। ফিচারের কথা বললে, Vivo V60 হ্যান্ডসেটে আছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ও ৬,৫০০ এমএএইচ ব্যাটারি। সাথে দেওয়া হয়েছে জাইস (Zeiss) টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ১.৫কে কোয়াড-কার্ভড AMOLED প্যানেল, যার পিক ব্রাইটনেস ৫,০০০ নিট পর্যন্ত।
Vivo V60 এর দাম ও কালার অপশন
Vivo V60 এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে যথাক্রমে খরচ হবে ৩৮,৯৯৯ টাকা ও ৪০,৯৯৯ টাকা। এদিকে সবচেয়ে হাই-এন্ড ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪৫,৯৯৯ টাকা। ফোনটি অসপিশিয়াস গোল্ড, মিস্ট গ্রে ও মুনলিট ব্লু কালার অপশনে এসেছে।
সেল অফার
সেলে ভিভো ভি৬০ ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। এক্ষেত্রে এইচডিএফসি ও অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এর সাথে পাওয়া যাবে এক্সচেঞ্জ বোনাস ও ছয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এর সুবিধা। শুধু তাই নয়, স্মার্টফোনটির সঙ্গে মাত্র ১,৪৯৯ টাকায় নিজের করা যাবে Vivo TWS 3e ইয়ারবাডটি। এছাড়া মিলবে এক বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি। ক্রেতারা জিরো ডাউনপেমেন্টেও স্মার্টফোনটি কিনতে পারবেন।
Vivo V60 এর ফিচার ও স্পেসিফিকেশন
Vivo V60 এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ১.৫কে কোয়াড-কার্ভড অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। কোম্পানির দাবি এটি চার বছর পর্যন্ত ওএস আপডেট ও ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। আর ডিভাইসটি একাধিক AI ফিচার সহ এসেছে। এরমধ্যে আছে এআই ইমেজ এক্সপ্যান্ডার, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, এআই ক্যাপশন ও স্প্যাম কল ব্লকিং টুল।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V60 ফোনে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।