Vivo V60 এই তারিখে Zeiss ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, দাম সহ কালার অপশন ফাঁস

খুব শীঘ্রই ভারতে আসছে Vivo V60। যদিও এর লঞ্চের তারিখ এখনও কোম্পানির তরফে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহেই বাজারে আগমন ঘটতে পারে এই স্মার্টফোনের। Vivo সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি নয়া একটি রিপোর্ট থেকে Vivo V60 স্মার্টফোনের লঞ্চের সম্ভাব্য তারিখ, দাম ও কালার অপশন সামনে এসেছে। এমনকি ডিভাইসটি নতুন একটি সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে।

Vivo V60 কবে লঞ্চ হতে পারে, দাম কত থাকবে

রিপোর্ট অনুযায়ী, Vivo V60 ভারতে ১২ আগস্ট লঞ্চ হতে পারে। এর দাম রাখা হতে পারে ৩৭,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে। ফোনটি তিনটি কালার অপশনে আসতে পারে – অসপিসিয়াস গোল্ড, মিস্ট গ্রে ও মুনলাইট ব্লু।

Vivo V60 পেল বিভিন্ন সার্টিফিকেশন সাইটের অনুমোদন

ভিভো ভি৬০ সম্প্রতি V2511 মডেল নম্বর সহ TRDA সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এর আগে স্মার্টফোনটিকে SIRIM, Geekbench এবং TUV-এর মতো প্ল্যাটফর্মেও দেখা গেছে। এই সাইটগুলি থেকে ডিভাইসটির বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে।

Vivo V60 এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

প্রসেসর ও ব্যাটারি: V60 মডেলে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অপারেটিং সিস্টেম ও আইপি রেটিং: ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ফানটাচওএস কাস্টম স্কিনে চলবে। ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য পাওয়া যাবে IP68 এবং IP69 রেটিং।

ডিসপ্লে ও ক্যামেরা: Vivo V60 ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফ্ল্যাট ১.৫কে অ্যামোলেড স্ক্রিন। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৩০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য এর পিছনের থাকতে পারে Zeiss অপটিক্স-সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং ৫০-মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে।সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।