Vivo V60 Lite 4G ডুয়েল রিয়ার ক্যামেরা ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসছে, ফাঁস রেন্ডার

Vivo V60 Lite 4G শীঘ্রই বাজারে আসছে। গত কয়েকমাস ধরে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। আজ আবার এর ডিজাইন রেন্ডার এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। আসন্ন এই স্মার্টফোনে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে জানা গেছে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেটে দ্বারা চলবে। এছাড়া Vivo V60 Lite 4G মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৫ রেটিং থাকতে পারে।
Vivo V60 Lite 4G এর রেন্ডার ডিজাইন ফাঁস
টিপস্টার সুধাংশু আম্ভোরে আজ Xpertpick এর সহযোগিতায়, Vivo V60 Lite এর রেন্ডার এবং স্পেসিফিকেশন ফাঁস করেছেন। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে হ্যান্ডসেটটি ব্ল্যাক ও ব্লু কালার অপশনে আসবে। এতে পাঞ্চ হোল ডিজাইন থাকবে। আর ডিভাইসে কার্ভড এজ ও পাতলা বেজেল থাকবে।
ভিভো ভি৬০ লাইট ৪জি এর রেন্ডার থেকে আরও সামনে এসেছে যে, এই ফোনের পিছনে উপরের দিকে বাম কোণে উল্লম্বভাবে সাজানো ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরা মডিউলের বাইরে রিং LED ফ্ল্যাশ থাকবে।
Vivo V60 Lite 4G এর স্পেসিফিকেশন ও ফিচার (ফাঁস)
রিপোর্ট অনুসারে, ভিভো ভি৬০ লাইট ৪জি স্মার্টফোনে থাকবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪.২ শতাংশ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে।
Vivo V60 Lite 4G ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি রিয়ার সেন্সর সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে জানা গেছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এদিকে Vivo V60 Lite 4G ফোনে সিকিউরিটির জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল স্পিকার দেওয়া হবে। এটি আইপি৬৫ ধুলো এবং জল-প্রতিরোধী বডি সহ আসবে। টিপস্টারের দাবি অনুযায়ী, হ্যান্ডসেটটি ৭.৫৯ মিমি পুরু হতে পারে।