Categories: মোবাইল

Vivo V60 Lite 4G অ্যামোলেড ডিসপ্লে, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 16 GB RAM সহ লঞ্চ হল

তাইওয়ানের বাজারে V60 Lite 5G স্মার্টফোনটি বিক্রি শুরু হওয়ার কয়েকদিন পরই ভিভো এবার তুরস্কের বাজারে Vivo V60 Lite 4G মডেলটি লঞ্চ করল। 4G মডেলটি ডিজাইনের দিক থেকে 5G ভার্সনের মতোই দেখতে। ডিভাইসটিতে ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ ৪জি চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৬,৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি আছে। আসুন Vivo V60 Lite 4G এর দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo V60 Lite 4G এর দাম এবং লভ্যতা

তুরস্কে Vivo V60 Lite 4G ফোনটি টাইটানিয়াম ব্লু এবং টাইটানিয়াম ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে মিলবে, যার দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টার্কিশ লিরাস (প্রায় ৪৭,০০০ টাকা)। এটি ভিভো টার্কির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত।

Vivo V60 Lite 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি৬০ লাইট ৪জি স্মার্টফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। চোখের সুরক্ষার জন্য স্ক্রিনে এসজিএস (SGS) লো ব্লু লাইট সার্টিফিকেশন উপস্থিত। এটি এমআইএল-এসটিডি-৮১০এইচ (MIL-STD-810H) মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন এবং আইপি৬৫ (IP65) জল এবং ধুলো প্রতিরোধী রেটিং সহ এসেছে।

Vivo V60 Lite 4G ডিভাইসটি কোয়ালকম এআই এজেন্ট সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ ৪জি চিপসেটে চলে। এতে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে। ডিভাইসটিতে কোনও মাইক্রোএসডি কার্ড স্লট নেই। সফটওয়্যার হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম প্রি-ইনস্টল আছে।

Vivo V60 Lite 4G হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপে ১/১.৯৫ ইঞ্চি ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। আর ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে এআই স্টারলাইট, স্মার্ট ইরেজার ৩.০, স্মার্ট ফটো এনহ্যান্সমেন্ট, এআই গ্রেড অ্যাসিস্ট্যান্স, এআই সাবটাইটেলস, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট্যান্স এবং গুগল জেমিনি লাইভ সাপোর্ট করবে।

V60 Lite 4G স্মার্টফোনে ৬,৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। ভিভো দাবি করেছে যে এই ব্যাটারি ৫৫ মিনিটে ১ থেকে ১০০ শতাংশ চার্জ হয় এবং ২৭.৫ ঘন্টা পর্যন্ত ইউটিউব প্লেব্যাক টাইম অফার করে। ডিভাইসটির কানেক্টিভিটির অপশনগুলির মধ্যে আছে ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ওটিজি, জিপিএস, এনএফসি এবং ইউএসবি ২.০।

Ananya Sarkar

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

10 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

10 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

11 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

23 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

23 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.