Vivo V60 Lite 5G লঞ্চের আগে পেল NCC থেকে অনুমোদন, ফাঁস হল ছবি সহ ফিচার

ভিভোর নতুন স্মার্টফোন Vivo V60 Lite 5G কয়েক সপ্তাহের মধ্যে বাজারে চলে আসতে পারে। ইতিমধ্যেই ডিভাইসটিকে Geekbench বেঞ্চমার্ক সাইট সহ SIRIM, Nemko এবং EEC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার ফোনটি তাইওয়ানের NCC সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হল। অর্থাৎ Vivo V60 Lite 5G বিভিন্ন দেশে লঞ্চ হবে। নতুন সার্টিফিকেশন সাইট থেকে মডেলটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও লাইভ ছবি সামনে এসেছে।

Vivo V60 Lite 5G পেল NCC সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র

Vivo V60 Lite 5G সম্প্রতি V2529 মডেল নম্বরের সাথে এনসিসি থেকে অনুমোদন পেয়েছে। এর ইনস্পেকশন নম্বর ছিল ‘CCAF255G0250T2’। এখান থেকে জানা গেছে, এই ফোনে ২জি/৩জি/৪জি/৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। এছাড়া এতে পাওয়া যাবে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ + ৫ গিগাহার্টজ), ব্লুটুথ (বিআর + ইডিআর + এলই) এবং এনএফসি কানেক্টিভিটি। এই ডিভাইসের চার্জারের মডেল নম্বর থাকবে – V9082L0A1-US, ব্যাটারির মডেল নম্বর থাকবে – BA93 এবং চার্জিং কেবলের মডেল নম্বর থাকবে – BK-C-53।

Vivo V60 Lite 5G এর লাইভ ইমেজ ফাঁস হল

সার্টিফিকেশন সাইট থেকে ভিভো ভি৬০ লাইট ৫জি এর লাইভ ইমেজ সামনে এসেছে। যেখান থেকে স্পষ্ট যে, এর ডিজাইন বেশ বক্সি ধাঁচের হলেও কোণাগুলি হবে গোলাকার। সার্টিফিকেশন সাইটে ফোনটির পিঙ্ক কালার অপশন তালিকাভুক্ত আছে। এতে ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে, যেখানে পাঞ্চ-হোল ডিজাইন থাকবে। ব্যাক প্যানেলে উপরের বাম পাশে লম্বাটে পিল-শেপড মডিউলে ডুয়াল ক্যামেরা সেন্সর বসানো থাকবে‌। এতে রিং-শেপ এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে।

Vivo V60 Lite 5G এর ডিজাইন ও ফিচার

ছবি থেকে আরও জানা গেছে যে, Vivo V60 Lite 5G এর নিচে থাকবে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ডান পাশে পাওয়া যাবে ভলিউম রকার ও পাওয়ার বাটন। আর উপরে স্পিকার ও মাইক্রোফোন দেওয়া হবে। জানা গেছে, স্মার্টফোনটির পাওয়ার অ্যাডাপ্টার সর্বোচ্চ ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ইউএসবি টাইপ-এ থেকে টাইপ-সি কেবল যুক্ত থাকবে। এতে দেওয়া হবে ৬৫০০ এমএএইচ ব্যাটারি (রেটেড ভ্যালু ৬৩৮০ এমএএইচ)।

গিকবেঞ্চ থেকে আগে জানা গিয়েছিল যে, Vivo V60 Lite 5G মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। যার সাথে পাওয়া যাবে আর্ম মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ‌, ৮ জিবি র‌্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম।

Photo Credit: thetechoutlook