Vivo V70 লঞ্চের আগে উপস্থিত Geekbench প্ল্যাটফর্মে, 8 জিবি র্যাম সহ থাকবে Snapdragon প্রসেসর

আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের শুরুতে বাজারে আসবে Vivo V70 সিরিজ। যদিও কোম্পানির তরফে এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে আজ ফোনটিকে Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে, যেখান থেকে এর বেশ কয়েকটি স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে ডিভাইসটির মডেল নম্বর V2538, যেটি IMEI ডেটাবেসে আগের একই মডেল সহ অন্তর্ভুক্ত হয়েছিল। আসুন Vivo V70 সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে দেখে নেওয়া যাক।
Vivo V70 ফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ Geekbench সাইটে তালিকাভুক্ত হল
টেক ব্লগার Anvin সম্প্রতি স্মার্টফোনটির গীকবেঞ্চ লিস্টিং শেয়ার করেছেন। জানা গেছে Vivo V70 অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে যেখানে ২.৮০ গিগাহার্টজ প্রাইম কোর, ২.৪০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পারফরম্যান্স কোর এবং ১.৮৪ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি এফিসিয়েন্সি কোর রয়েছে। সাথে পাওয়া যাবে অ্যাড্রেনো ৭২২ জিপিইউ, যা নির্দেশ করে যে এটি স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর হবে।
বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Vivo V70 ডিভাইসটি ৮ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম সহ চলবে বলে জানা গেছে। এখানে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে ১২৩৫ এবং মাল্টি-কোর টেস্টে ৩৯২০ স্কোর করেছে।
Vivo V70 Lite 4G লঞ্চ হতে চলেছে
এই সিরিজের আরেকটি মডেল হবে Vivo V70 Lite 4G। সম্প্রতি এটি ব্লুটুথ SIG এবং FCC সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। বলতে দ্বিধা নেই যে, ডিভাইসটিকে আমরা শীঘ্রই আরও কয়েকটি সার্টিফিকেশন সাইটে দেখতে পাবো এবং এর ফিচার সম্পর্কে জানতে পারবো।
জানিয়ে রাখি, Vivo V70 সিরিজে Vivo V60 এর উত্তরসূরি হিসেবে আসবে। এই স্মার্টফোনে আছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৭ ইঞ্চি ১.৫কে কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আর ফটোগ্রাফির জন্য এতে Zeiss-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
