১৬ জিবি র‌্যাম ও লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর সহ ভারতে আসছে Vivo X Fold 5, দেখা গেল Geekbench-এ

ভিভো ভারতে তাদের নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে। আগামী ১৪ জুলাই Vivo X Fold 5 নামক ডিভাইসটি ভারতে আসতে চলেছে। ইতিমধ্যেই চীনে আত্মপ্রকাশ করেছে স্মার্টফোনটি, আশা করা যায় ভারতীয় ভ্যারিয়েন্টেও একই ফিচার থাকবে। এদিকে ভারতে পা রাখার আগেই আজ Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে Vivo X Fold 5। এখান থেকে ফোনটির প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।

Vivo X Fold 5 স্মার্টফোনকে দেখা গেল Geekbench-এ

গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে V2429 মডেল নম্বর সহ ভিভো এক্স ফোল্ড ৫ অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। যদিও চিপসেটের নাম ডেটাবেসে সরাসরি লেখা উল্লেখ নেই, তবে সিপিইউ ও জিপিইউ কনফিগারেশন দেখে সহজে বোঝা যায় এটি কোয়ালকমের লেটেস্ট চিপসেট।

এছাড়া এখানে ১৬ জিবি র‌্যাম সহ তালিকাভুক্ত হয়েছে ভিভো এক্স ফোল্ড ৫, যদিও আমাদের বিশ্বাস এর আরও কিছু র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ 15 অপারেটিং সিস্টেমে। পারফরম্যান্সের কথা বললে, গিকবেঞ্চে ফোনটি সিঙ্গল-কোর টেস্টে ২১৪২ এবং মাল্টি-কোর টেস্টে ৬৩১৫ স্কোর করেছে। এই ধরনের স্কোর ভালো পারফরম্যান্সের জানান দেয়।

Vivo X Fold 5 এর ভারতে সম্ভাব্য দাম

জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব এর আগে এক্স (আগে টুইটার) প্ল্যাটফর্মে দাবি করেছেন যে, ভারতে ভিভো এক্স ফোল্ড ৫ ফোনের দাম রাখা হবে ১,৪৯,৯৯৯ টাকা। এই মূল্য ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ধার্য করা হবে।

Vivo X Fold 5 এর পাশাপাশি সংস্থাটি তাদের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন X200 FE এদেশে আনতে চলেছে। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে – ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ (দাম ৫৪,৯৯৯ টাকা) এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ (দাম ৫৯,৯৯৯‌ টাকা)।