Vivo X100 5G: ১২ জিবি RAM ও দুর্দান্ত ক্যামেরা ফোন এখন অনেক সস্তায়

যারা সেরা পারফরম্যান্স, বেশি র্যাম ও ভালো ক্যামেরা ফোন নিতে চান, তাদের জন্য আদর্শ হতে পারে Vivo X100 5G। কারণটা শুধু এর স্পেসিফিকেশন নয়, এখন ডিভাইসটির দাম অনেকটাই কমেছে। লঞ্চের সময় স্মার্টফোনটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৩,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজনে এই ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৫৪,৯০০ টাকায়। অর্থাৎ প্রায় ৯,০৯৯ টাকা কমে হ্যান্ডসেটটি বিক্রি হচ্ছে।
Vivo X100 5G এর উপর অন্যান্য অফার
এর সঙ্গে রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা ৭৫০ টাকা ছাড় পাবেন। আবার যারা পুরোনো ফোন বদলে এটি নিতে চান, তাদের জন্য এক্সচেঞ্জ অফারের সুবিধা রাখা হয়েছে। যদিও এক্সচেঞ্জ অফারে কত টাকা ছাড় মিলবে, সেটা পুরোপুরি নির্ভর করবে আপনার পুরোনো ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর।
Vivo X100 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
এবার আসা যাক মডেলটির ফিচারের প্রসঙ্গে। Vivo X100 5G মডেলে আছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৮০০ x ১২৬০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এর পিক ব্রাইটনেস ৩০০০ নিটস পর্যন্ত যায়। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ বেশ আকর্ষণীয়। এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফির জন্য সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ডিভাইসটি IP68 রেটিং সহ এসেছে, অর্থাৎ ধুলো ও জল থেকে সুরক্ষিত থাকবে। এর সাথে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিন, ব্লুটুথ ৫.৪, এনএফসি-এর মতো আধুনিক কানেক্টিভিটি অপশনও রয়েছে।

