সেরা ক্যামেরার স্মার্টফোনের ক্ষেত্রে চীনা ব্র্যান্ড ভিভোর কথা অবশ্যই বলতে হয়। কোম্পানির অন্যতম একটি সেরা ক্যামেরা ফোন Vivo X200 Pro 5G। ক্রেতারা এখন বাম্পার ডিসকাউন্টে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট থেকে সরাসরি ৭০০০ টাকা ছাড়ে কেনা যাবে এই স্মার্টফোনটি।
তবে অফারের কথা জানানোর আগে বলি Vivo X200 Pro 5G হল সবচেয়ে শক্তিশালী ভিভো ক্যামেরা ডিভাইস এবং এতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ফোন দিয়ে ডিএসএলআর লেভেল ফটোগ্রাফি করা যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দেয়। এই প্রিমিয়াম ডিভাইসে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Vivo X200 Pro ক্যামেরা ফোনে লোভনীয় ডিসকাউন্ট অফার
ভিভো এক্স২০০ প্রো এর ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪,৯৯৯ টাকা। তবে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এটি কম দামে তালিকাভুক্ত আছে। ক্রেতারা যদি কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে তারা ৭,০০০ টাকা সরাসরি ছাড় পাবেন। অন্যান্য ব্যাংক অফারের সুবিধাও আছে
আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করে ভিভো এক্স২০০ প্রো কেনার ক্ষেত্রে ৩৮,১৫০ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের মূল্য নির্ভর করবে পুরনো হ্যান্ডসেটের মডেল ও কন্ডিশনের ওপর। কসমস ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে, এই দুটি রঙে কেনা যাবে স্মার্টফোনটি।
Vivo X200 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো এক্স২০০ প্রো ৫জি ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে, যা ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য আর্মার গ্লাস উপস্থিত এবং ডলবি ভিশন এবং এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।