আপনি যদি এই মুহূর্তে দুর্দান্ত ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান তাহলে Vivo X200 Pro 5G আপনার জন্য আদর্শ হতে পারে। এই ফোনে আছে ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর ডিভাইসটি এখন অ্যামাজনে দারুণ অফার সহ পাওয়া যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, Vivo X200 Pro 5G এখন আপনি ৭,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট সহ কিনতে পারবেন। আর এই অফার পাওয়া যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
ভিভো এক্স২০০ প্রো ৫জি এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪,৯৯৯ টাকা। তবে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ৭,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে দেওয়া হবে ৭০০০ টাকা ডিসকাউন্ট সহ ২৮৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আবার এক্সচেঞ্জ অফারে প্রায় ৪৮,৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে এই ছাড় পুরনো ফোনের ব্র্যান্ড, কন্ডিশন আর এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
ভিভো এক্স২০০ প্রো ৫জি ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৮০০ x ১২৬০ পিক্সেল। এই ডিসপ্লে ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট।
ভিভো এক্স২০০ প্রো ৫জি স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং হাই-এন্ড ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200 Pro 5G স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP69 ও IP68 ওয়াটারপ্রুফ রেটিংপ্রাপ্ত। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.