শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে Vivo X200 Pro Mini। টিপস্টার যোগেশ ব্রারকে উদ্ধৃত করে স্মার্টপ্রিক্স জানিয়েছে যে ফোনটি আগামী কয়েক মাসের মধ্যে ভারতে আসবে। উল্লেখ্য, ভিভো গত ডিসেম্বরে ভারতে Vivo X200 সিরিজ লঞ্চ করেছিল, তবে সেই সময়ে X200 এবং X200 Pro মডেল দুটি এদেশে পা রেখেছিল। এখন আবার এই সিরিজে মিনি মডেল যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে ব্র্যান্ডটি। রিপোর্টে বলা হয়েছে, “মিনি” মডেলটিও সিরিজের অন্যান্য মডেলের মতো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপ সহ আসবে এবং এতে ৬.৩১ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটটি ৫৭০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স২০০ প্রো মিনি বছরের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ভারতে লঞ্চ হবে। এই দাবি সত্যি হলে এপ্রিল থেকে জুনের মধ্যে দেশে লঞ্চ হতে পারে স্মার্টফোনটি। এটি চীনের বাইরে আত্মপ্রকাশ করা সিরিজের তৃতীয় হ্যান্ডসেট হবে। উল্লেখ্য, ভিভো ২০২৪ সালের অক্টোবরে চীনে Vivo X200 সিরিজ লঞ্চ করেছিল।
চীনে লঞ্চ হওয়া ভিভো এক্স২০০ প্রো মিনি মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৩১ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। এতে পাওয়া যাবে ৩ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপ, ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলে। তবে বিশ্ব বাজারে এটি ফানটাচওএস ১৫ এর সাথে আসবে।
ফটোগ্রাফির জন্য ভিভো এক্স২০০ প্রো মিনিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে আসা ডিভাইসটি ৯০ ওয়াট ফাস্ট এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এতে আছে ৫৭০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.