Vivo X200 Ultra বর্তমানে খবরের শিরোনামে। কারণ ভিভোর এই আসন্ন ফ্ল্যাগশিপ ফোন তার ফটোগ্রাফির ক্ষমতার জন্য নতুন বেঞ্চমার্ক তৈরি করবে বলে দাবি করা হচ্ছে। চীনের বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, স্মার্টফোনটি প্রোফেশনাল ক্যামেরা অনুপ্রাণিত ডিজাইন ও সবথেকে উন্নত হার্ডওয়্যার অফার করবে। এমনকি ভিডিয়োগ্রাফির দিক থেকে আইফোনকেও ছাপিয়ে যেতে পারে।
চ্যাট স্টেশনের দাবি, Vivo X200 Ultra-কে ক্যামেরা পাওয়ার হাউস বললেও ভুল হবে না। এটি পেশাদার ক্যামেরা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হবে। ফোনটির ব্যাক প্যানেলে তিনটি অত্যাধুনিক ক্যামেরা থাকার সম্ভাবনা, যার সবকটিই বড় সেন্সর হওয়ার ফলে বিভিন্ন ফোকাল লেন্থে ব্যতিক্রমী ছবির মান নিশ্চিত করবে।
ভিভোর নতুন ফ্ল্যাগশিপে ৩৫ মিমি নেটিভ ফোকাল লেন্থ সহ একটি একটি ৫০-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং একটি ২০০-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। ফোনটির ক্যামেরায় ভিভোর নিজস্ব দুটি ইমেজিং চিপ থাকবে, যা ছবির প্রসেসিং ও ভিডিও ক্ষমতা বৃদ্ধি করবে। আবার ভিভো একটি কাস্টম এক্সটার্নাল প্রফেশনাল ইমেজিং সিস্টেম নিয়েও কাজ করছে বলে জল্পনা চলছে।
Vivo X200 Ultra সমস্ত ফোকাল দৈর্ঘ্যে 4K 120fps ভিডিও রেকর্ডিং সমর্থন করবে বলে জানা গিয়েছে। এই সমস্ত কিছু ইঙ্গিত দেয় যে এটি ভিডিও রেকর্ডিং পারফরম্যান্সের ক্ষেত্রে আইফোনকে টপকে যাওয়া প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পরিণত করতে পারে। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ফাংশন দ্রুত অ্যাক্সেসের জন্য একটি ডেডিকেটেড অ্যাকশন বাটনও থাকতে পারে। এক কথায়, বাকি পাঁচটা স্মার্টফোনের থেকেও বেশি কিছু হবে এটি। এমন এক ক্যামেরা হয়ে উঠতে পারে যার মাধ্যমে কল করা যাবে!
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.