ভারতে স্মার্টফোন বিক্রিতে বর্তমানে শীর্ষস্থান দখল করে আছে চাইনিজ ব্র্যান্ড Vivo। এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ, সব ধরনের প্রাইস পয়েন্টে ফোন বিক্রি করছে তারা। এবার কোম্পানি দেশে তাদের প্রিমিয়াম X200 সিরিজে আরও দুটি মডেল যুক্ত করছে বলে খবর সামনে এসেছে। একটি নতুন প্রতিবেদন অনুযায়ী, Vivo X200 Ultra ও X200 Pro Mini ফোনগুলির নতুন গন্তব্য ভারতবর্ষ।
বিজনেস ওয়ার্ল্ডের একটি প্রতিবেদন থেকে খবরটি সামনে এসেছে। গোটা বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে যে চীনা টেক জায়ান্টটি ভারতে তাদের পরবর্তী টপ মডেল X200 Ultra এবং X200 Pro Mini লঞ্চের পরিকল্পনা করছে। কারণ এ দেশে X200 ও X200 Pro বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে প্রো মডেলটি সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে, যার ফলে উৎপাদন কেন্দ্র থেকে সংস্থাকে অতিরিক্ত ইউনিট সরবরাহের অনুরোধ করতে হয়েছে।
এই বিপুল চাহিদার কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা X200 Ultra ভারতে আনার পরিকল্পনা করছে ব্র্যান্ডটি। বস্তুত, এই প্রথম ভিভো তাদের আল্ট্রা ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ ফোন দেশে বিক্রি করবে। গত বছরও Vivo X100 Ultra লঞ্চ করা থেকে বিরত ছিল। আসন্ন X200 Ultra আরেকটি ফটোগ্রাফি ফ্ল্যাগশিপ হবে বলে আশা করা হচ্ছে।
ফোনটি X100 Ultra এর তুলনায় বিভিন্ন ডিপার্টমেন্টে ইমপ্রুভমেন্ট আনবে। এতে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার হতে পারে। ফটোগ্রাফির কথা বললে, ৫০-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ও ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকার সম্ভাবনা। ফোনটির ক্যামেরায় ভিভোর নিজস্ব দুটি ইমেজিং চিপ থাকবে, যা ছবির প্রসেসিং ও ভিডিও ক্ষমতা বৃদ্ধি করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.