মোবাইল

200MP ক্যামেরা থেকে 6,000mAh ব্যাটারি, তাক লাগাবে Vivo X200 Ultra-র ফিচার্স

Published on:

vivo-x200-ultra-specifications-leaked-ahead-of-april-launch

সুমন পাত্র, কলকাতা: Vivo X200 Ultra নিয়ে বর্তমানে উত্তেজনা তুঙ্গে। ভিভোর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন এপ্রিলেই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। একটি নতুন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হবে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং একটি বিশাল ২০০-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে বলে দাবি করা হয়েছে।

ফ্ল্যাগশিপ প্রসেসর ও ফাস্ট চার্জিং সহ বিশাল ব্যাটারি

দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য Vivo X200 Ultra কোয়ালকমের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসরে চলবে। এতে ৯০ ওয়াট ওয়্যার্ড (তারযুক্ত) এবং ৫০ ওয়াট ওয়্যারলেস (তারবিহীন) চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথাও বলা হয়েছে। সূত্রের দাবি, ফোনটিতে স্যাটেলাইটের মাধ্যমে শর্ট মেসেস পাঠানোর সুবিধা পাওয়া যাবে। এর ফলে ভাল নেটওয়ার্ক কভারেজ নেই এমন এলাকায় কানেক্টিভিটি উন্নত করবে।

অত্যাধুনিক ডিসপ্লে ও ওয়াটার রেজিট্যান্স রেটিং

Vivo X200 Ultra-র সামনের দিকে মাইক্রো কোয়াড কার্ভড ডিজাইন সহ ৬.৮২ ইঞ্চি এলটিপিও ওলেড প্যানেল থাকবে। চীনের BOE দ্বারা সরবরাহকৃত এই ডিসপ্লে ২K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ভিভোর নতুন স্মার্টফোনটিতে IP68/69 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে, যা জল এবং ধুলোর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা প্রদান করবে।

ক্যামেরায় নতুন বেঞ্চমার্ক তৈরি করবে

অন্যদিকে, ভিভোর প্রোডাক্ট ম্যানেজার হান বক্সিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছেন, X200 Ultra-র ক্যামেরা সেটআপটি ১৪ মিমি, ৩৫ মিমি এবং ৮৫ মিমি ফোকাল দৈর্ঘ্যের ক্যামেরা সেটআপ নিয়ে আসবে, যা বহুমুখী ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করে। এটির পেরিস্কোপ লেন্স স্মার্টফোনে ব্যবহৃত সর্ববৃহৎ বলে দাবি করেছেন তিনি। নতুন লেন্স কোটিং, প্রিজম এনহ্যান্সমেন্ট এবং উন্নত অটোফোকাস এবং স্ট্যাবিলাইজেশন ফিচার্স বিভিন্ন জুম স্তরে উচ্চ-মানের ছবি সরবরাহ করতে সহায়তা করবে।