iPhone 16 Pro Max পাত্তা পাবে না, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Vivo X200 Ultra

ভিভো আগামী ২১ এপ্রিল তাদের নতুন হাই-এন্ড স্মার্টফোন, Vivo X200 Ultra লঞ্চ করতে চলেছে। এই ফোনটি ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস হবে। এতে অসাধারণ ক্যামেরা ফিচার থাকবে। পাশাপাশি স্মার্টফোন ফোনটি শক্তিশালী স্পেসিফিকেশন অফার করবে। এই প্রতিবেদনে আমরা Vivo X200 Ultra এর ক্যামেরা সম্পর্কে যে যে তথ্য সামনে এসেছে সেগুলি আলোচনা করবো।
Vivo X200 Ultra এর ক্যামেরা ফিচার
ভিভো এক্স২০০ আল্ট্রা স্মার্টফোনের সনি LYT-818 ক্যামেরা সেন্সর দেওয়া হবে যা ৩৫ মিমি প্রাইমারি এবং ১৪ মিমি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আবার এই ফোনে ৮৫ মিমি ২০০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকবে। এই ক্যামেরায় OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। ভিভো এক্স২০০ আল্ট্রা স্মার্টফোনের মাধ্যমে ৪কে পোর্ট্রেট ভিডিও শুট করা যাবে। আবার এতে সুপারমুন এবং স্টেরি নাইটসহ আরও অনেক আকর্ষণীয় ফটোগ্রাফি মোড থাকবে।
নতুন ইমেজিং চিপ দেওয়া হবে
ভিভো এক্স২০০ আল্ট্রা স্মার্টফোনে থাকবে দুটি উন্নত ইমেজিং চিপ, VS1 এবং V3+। উভয় চিপ রিয়েল-টাইম বোকেহ রেন্ডারিং, HDR প্রসেসিং, এবং মাল্টি-ফ্রেম ইমেজ স্ট্যাকিংয়ের মতো জটিল ফটোগ্রাফি কাজ করতে সক্ষম। এই ইমেজিং চিপের মাধ্যমে ভিভোর ডিভাইসটি আইফোন ১৬ প্রো ম্যাক্সের চেয়ে অনেক এগিয়ে যাবে, বিশেষ করে টাইম-ল্যাপ্স ভিডিও ক্যাপচার পারফরম্যান্সে। এছাড়া, ফোনে আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকবে যা ৪কে রেজোলিউশন ভিডিও ক্যাপচার করতে পারবে।
স্পেসিফিকেশন
Vivo X200 Ultra স্মার্টফোনের সামনে 2K OLED ব্র্যান্ডেড ডিসপ্লে দেখা যাবে, যার সুরক্ষার জন্য ব্যবহার করা হবে আর্মার গ্লাস। এই ফোনটি মাত্র ৮.৬৯ মিমি পুরু হবে এবং এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত হবে।