200 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Vivo X200 Ultra, লঞ্চের আগে ফাঁস সমস্ত ফিচার

ভিভো তাদের X সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X200 Ultra বাজারে আনতে চলেছে। আগামী ২১ এপ্রিল এই প্রিমিয়াম ফোনটি লঞ্চ হতে চলেছে। তবে তার আগে টিপস্টার অভিষেক যাদব এই ডিভাইসের কিছু গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন সামনে এনেছেন, যেখান থেকে স্পষ্ট এটি হাই-এন্ড স্মার্টফোন হতে চলেছে। আসুন টিপস্টার এই ডিভাইস সম্পর্কে কি কি বলেছে জেনে নেওয়া যাক।
Vivo X200 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ভিভো এক্স২০০ আল্ট্রা স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৮২ ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লের সুরক্ষার জন্য আর্মার গ্লাস ব্যবহার করা হবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট এবং গ্রাফিক্সের জন্য থাকছে অ্যাড্রেনো ৮৩০ জিপিইউ। এটি LPDDR5x র্যাম ও UFS 4.0 স্টোরেজ সহ আসবূ।
টিপস্টারের আরও দাবি ভিভো এক্স২০০ আল্ট্রা মডেলে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।
সিকিউরিটির জন্য এতে থাকছে 3D আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির মাত্র ৮.৬৯ মিমি পুরু হবে। এর কানেক্টিভিটি অপশনে থাকবে Wi-Fi ৭, ৬ এবং ৫ সাপোর্ট এবং ব্লুটুথ ৫.৪। হ্যাপটিক ফিডব্যাকের জন্য এতে ব্যবহার করা হয়েছে X-axis লিনিয়ার মোটর।
Vivo X200 Ultra স্মার্টফোনটি সার্কুলার পোলারাইজড লাইট আই প্রোটেকশন প্রযুক্তির সঙ্গে আসবে। আর ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।