গত কয়েক মাস ধরে Vivo X200 Ultra ও Vivo X200S নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন, Vivo X200 5G এবং Vivo X200 Pro 5G ইতিমধ্যেই বাজারে এসেছে। এবার ব্র্যান্ডটি আরও দুটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে সংস্থার তরফে এখনো এদের লঞ্চের তারিখ ঘোষণা করা। যদিও লেটেস্ট একটি রিপোর্টে ফোনগুলির লঞ্চের সময় প্রকাশ করা হয়েছে। আসুন Vivo X200 Ultra ও Vivo X200S কখন লঞ্চ হবে জেনে নেওয়া যাক।
Vivo X200 Ultra ও Vivo X200S লঞ্চ হবে এই মাসে
রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স২০০ আল্ট্রা এবং ভিভো এক্স২০০এস স্মার্টফোন দুটি এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। আরও নির্দিষ্ট করে বললে, এপ্রিলের মাঝামাঝি সময়ে ডিভাইস দুটির উপর থেকে পর্দা সরানো হবে।
এছাড়া রিপোর্টে ফোন দুটির বিশেষ ফিচারের কথাও উল্লেখ করা হয়েছে। জানা গেছে আসন্ন স্মার্টফোন দুটিতে ৩৫ মিমি প্রাইমারি ক্যামেরা এবং আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকবে। এটি লক্ষ্যণীয় যে ভিভো এক্স২০০ এবং ভিভো এক্স২০০ প্রো ৫জি স্মার্টফোনগুলি ২০২৪ সালের অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল।
Vivo X200 Ultra ও Vivo X200S এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
Vivo X200 Ultra স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সাথে আসতে পারে। এই চিপসেটের সাথে সিরিজের প্রথম হ্যান্ডসেট হবে এটি। কারণ এক্স২০০ ও এক্স২০০ প্রো স্মার্টফোনে রয়েছে ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট। এদিকে Vivo X200S নতুন ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হতে পারে। এপ্রিলে অনুষ্ঠিত ইভেন্টে, কোম্পানি Vivo X200 Pro Mini এর একটি নতুন বেগুনি রঙও লঞ্চ করতে পারে। বর্তমানে, স্মার্টফোনগুলির লঞ্চ এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।