Vivo X200 FE ও Ultra ভারতে আসছে একসাথে! থাকছে ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ভিভো শীঘ্রই ভারতে একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে, যার নাম থাকবে Vivo X200 FE। এটি ভারতীয় বাজারে Vivo X200 Pro Mini-এর পরিবর্তে আসবে। উল্লেখ্য, গতবছর অক্টোবর মাসে চীনে X200 সিরিজের বেস ও প্রো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। তখন আশা করা হচ্ছিল, এই দুটি মডেলই ভারতেও আসবে। কিন্তু সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, কোম্পানি X200 Pro Mini-এর পরিবর্তে FE (Fan Edition) ভার্সন ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে। এছাড়া Vivo X200 Ultra মডেলটিও একই সময়ে এদেশে লঞ্চ হতে পারে।

Vivo X200 FE এর ভারতে লঞ্চের সময়

Smartprix তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে যে, ভিভো এক্স২০০ প্রো ভারতে ২০২৫ সালের জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে লঞ্চ হতে পারে। এটি Vivo X200 সিরিজের অংশ হবে এবং এতে থাকতে পারে নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই প্রসেসর। যদিও এই প্রসেসরটি এখনও আসেনি, তবে ধারণা করা হচ্ছে এটি ডাইমেনসিটি ৯৪০০-এর একটি লাইট ভার্সন হবে।

Vivo X200 FE এর সম্ভাব্য ফিচার

রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স২০০ প্রো এর সামনে দেখা যাবে ৬.৩১-ইঞ্চি 1.5K LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০-মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

এদিকে GizmoChina-এর রিপোর্ট অনুযায়ী, চীনে Vivo X200 FE ফোনটি Vivo S30 Pro Mini নামে পাওয়া যেতে পারে। যদিও ভিভোর তরফে এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।