Vivo X200T মোবাইল ক্যামেরার জাদু দেখাতে ভারতে লঞ্চ হচ্ছে, দাম কত থাকবে

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo X200T। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, যেখান থেকে স্পষ্ট যে এর অফিসিয়াল ঘোষণা খুব বেশি দূরে নেই। তবে তার আগে ডিভাইসটির দাম, স্টোরেজ ভ্যারিয়েন্ট, ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। আসুন Vivo X200T সম্পর্কে কি কি তথ্য আপাতত সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo X200T এর ভারতে সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, ভারতে Vivo X200T এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে প্রায় ৫৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ টপ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হতে পারে ৬৯,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক ও পার্পল কালার অপশনে আসবে।

ডিজাইন

ফাঁস হওয়া রেন্ডার থেকে জানা গেছে, ভিভো এক্স২০০টি এর পিছনে গোলাকার ক্যামেরা মডিউল থাকবে, যার ভেতরে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। নিচের দিকে থাকবে Vivo ব্র্যান্ডিং। ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম কী দেওয়া হবে। সামনে মিলবে হোল-পাঞ্চ ডিসপ্লে, যেখানে সেলফি ক্যামেরা দেওয়া হবে।

স্পেসিফিকেশন ও ফিচার

Vivo X200T ডিভাইসে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১২৬০x২৮০০ পিক্সেল। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে। এতে পাঁচটি ওএস আপডেট এবং সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ চিপসেট। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ৪.৫কে ন্যানোফ্লুইড ভিসি কুলিং সিস্টেম দেওয়া হতে পারে। ক্যামেরা বিভাগে মডেলটি Zeiss টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে। যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony LYT-702 প্রাইমারি সেন্সর (OIS সহ), ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। সামনে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এতে ইন-ডিসপ্লে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকতে পারে।