Vivo X200 ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে Zeiss ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর

ভিভো ভারতের বাজারে তাদের নতুন ফোন আনতে চলেছে। Vivo X200T নামের এই হ্যান্ডসেটটির জন্য ইতিমধ্যেই একটি আলাদা ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে। অর্থাৎ ডিভাইসটির লঞ্চ আসন্ন। আর Flipkart-এ এই মাইক্রোসাইট লাইভ হওয়ায় অর্থ হ্যান্ডসেটটি অনলাইনে এই ই-কমার্স সাইট থেকে কেনা যাবে। যদিও এর আগমনের তারিখ এখনও জানা যায়নি। আসুন মাইক্রোসাইট থেকে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Vivo X200T এর মাইক্রোসাইট লাইভ করল Flipkart

মাইক্রোসাইটে ফোনটির কিছু ঝলক দেখা গেছে। সবচেয়ে চোখে পড়ছে পিছনের ক্যামেরা ডিজাইনে। গোলাকার ক্যামেরা মডিউলের ভেতরে থাকবে তিনটি ক্যামেরা সেন্সর। তার সঙ্গে দেওয়া হবে Zeiss ব্র্যান্ডিং, যা আগেও ভিভোর প্রিমিয়াম ফোনগুলিতে দেখা গেছে। টিজারে ডিভাইসটিকে বেগুনি কালার অপশনে দেখা গেছে।

এদিকে Vivo X200T সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটেও ধরা পড়েছে। এর মডেল নম্বর V2561। এর অর্থ ডিভাইসটির ভারতে আত্মপ্রকাশ করা এখন কেবল সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে, জানুয়ারির শেষ সপ্তাহেই Vivo X200T আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে।

দামের কথা বললে, আসন্ন মডেলটির দাম ভারতে প্রায় ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। এটি স্টেলার ব্ল্যাক ও সিসাইড লিলাক কালার অপশনে আসবে।

এদিকে এই প্রিমিয়াম মডেলে থাকবে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-702 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Samsung JN1 পেরিস্কোপ ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল LYT-600 আল্ট্রাওয়াইড লেন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬,২০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।