Vivo X200T ভারতে শক্তিশালী প্রসেসর ও Zeiss ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

Vivo X200T নিয়ে কৌতূহল বাড়ছেই। ফোনটি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিভিন্ন রিপোর্ট মারফত নতুন নতুন তথ্য সামনে আসছে। যার থেকে পরিষ্কার যে, এটি ভারতীয় বাজারে অন্যান্য প্রিমিয়াম মডেলের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। আজ একটি রিপোর্ট থেকে, Vivo X200T এর ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সহ ব্যাটারি ক্যাপাসিটি জানা গেছে। ডিভাইসটির দাম ৬০,০০০ টাকার কম রাখা হবে।

ভারতে আসছে Vivo X200T

শোনা যাচ্ছে, Vivo X200T খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, ফোনটি Vivo X200 FE এর আপগ্রেডেড ভার্সন হতে পারে। তবে শুধু নাম বদল নয়, এর ভিতরের হার্ডওয়্যারেও কিছু বড় পরিবর্তন দেখা যেতে পারে।

ডিসপ্লে ও পারফরম্যান্সে জোর

Vivo X200T মডেলের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, আগের X200 FE ডিভাইসে ডাইমেনসিটি ৯৩০০ প্লাস ছিল।

দীর্ঘদিনের সফটওয়্যার আপডেট মিলবে

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম সহ বাজারে আসতে পারে। আর ভিভো এর সাথে পাঁচটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং সাত বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ দেওয়ার পরিকল্পনা করছে।

ক্যামেরায় থাকবে Zeiss প্রযুক্তি

ভিভো এক্স২০০টি এর ক্যামেরা সেটআপে থাকছে Zeiss ব্র্যান্ডিং। পিছনে ট্রিপল ক্যামেরা ইউনিট থাকতে পারে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল Sony LYT-702 প্রাইমারি সেন্সর (OIS সহ), ৫০ মেগাপিক্সেল Samsung JN1 পেরিস্কোপ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর পাওয়া যাবে। সেলফির জন্য মিলতে পারে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি, চার্জিং ও অন্যান্য ফিচার

রিপোর্ট থেকে আরও জানা গেছে, এই হ্যান্ডসেটে ৬,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে পাওয়া যাবে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪ এবং ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়া মডেলটি IP68/IP69 রেটিং, ইন-ডিসপ্লে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইসিম সাপোর্ট সহ আসতে পারে।

Vivo X200T এর দাম ও লঞ্চের সময়

Vivo X200T আগামী জানুয়ারির ২৬ থেকে ৩১ তারিখের মধ্যে লঞ্চ হতে পারে। এর দাম রাখা হবে ৫০,০০০ থেকে ৫৫,০০০ টাকার মধ্যে। এটি স্টেলার ব্ল্যাক এবং সিসাইড লিলাক কালার অপশনে আসবে।