Vivo X300 ও Vivo X300 Pro ফোনের ছবি সহ ডিজাইন প্রকাশ্যে, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা

গত কয়েক সপ্তাহ ধরেই Vivo X300 সিরিজের আগমন নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলেছে। লাইনআপটি খুব শীঘ্রই চীনে পা রাখতে চলেছে। গত সপ্তাহ থেকে এদের প্রি-অর্ডার শুরু হয়েছে। তবে কোম্পানি এতদিন আসন্ন মডেলগুলির ডিজাইন প্রকাশ্যে আনেনি। যদিও আজ ভিভোর প্রোডাক্ট ভাইস প্রেসিডেন্ট হুয়াং তাও, Vivo X300 এবং Vivo X300 Pro উভয় হ্যান্ডসেটেরই লুক নিশ্চিত করে অফিসিয়াল ছবি প্রকাশ করেছেন।
সামনে এল Vivo X300 ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন
হুয়াং তাও জানিয়েছেন যে, এবছর ভিভোর ৩০তম বার্ষিকী। এরমধ্যে কোম্পানি তাদের নতুন X লাইনআপের ২০ লক্ষ ইউনিট সেলের মাইলফলক অতিক্রম করেছে। আর এই সাফল্য ধরে রাখতে এবার Vivo X300 সিরিজ আনা হচ্ছে। এই সিরিজের অধীনে বেস ও প্রো মডেল লঞ্চ হবে। এরমধ্যে বেস মডেলটি X200 Pro Mini এর উত্তরসূরি হিসেবে আসবে, যা আপগ্রেডেড ইন-হ্যান্ড এক্সপেরিয়েন্স, আরও দুর্দান্ত ক্যামেরা ফিচার অফার করবে। অন্যদিকে Vivo X300 Pro আল্টিমেট ইমেজিং ফ্ল্যাগশিপ হিসাবে বাজারে পা রাখতে চলেছে।
অফিসিয়াল ছবিতে দেখা গেছে যে, Vivo X300 সিরিজে Vivo X200 সিরিজের মতোই একটি গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। তবে হ্যান্ডসেট দুটির সামনের ডিজাইন দেখা যায়নি। যদিও পূর্ববর্তী টিজারগুলি নিশ্চিত করেছে যে, Vivo X300 এবং Vivo X300 Pro উভয়ই ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে।
কালার অপশন
এদিকে Vivo X300 সিরিজের গ্লাস ব্যাক প্যানেল থাকবে বলে জানা গেছে। ডিভাইসগুলি ব্ল্যাক, ইজি ব্লু, ওয়াইল্ডারনেস ব্রাউন এবং রিলাক্সড পার্পলের মতো কালার অপশনগুলির সাথে পাওয়া যাবে।
ক্যামেরা ফিচার
Vivo X300 সিরিজের অন্যতম আকর্ষণ হবে চতুর্থ প্রজন্মের জেইস (Zeiss) ইমেজিং সিস্টেম ব্যবহার, যার মধ্যে দুটি ২০০ মেগাপিক্সেল লেন্স থাকবে। Vivo X300 স্মার্টফোনে দেওয়া হবে ২৩ মিলিমিটারের জেইস ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। অন্যদিকে Vivo X300 Pro হ্যান্ডসেটে পাওয়া যাবে ৮৫ মিলিমিটারের জেইস ২০০ মেগাপিক্সেল এপিও (APO) টেলিফটো, যা ইন্ডাস্ট্রির সবচেয়ে উন্নত ক্যামেরাগুলির মধ্যে একটি। উভয় ক্যামেরাই সিআইপিএ (CIPA) ৪.৫ এবং ৫.৫ লেভেল স্ট্যাবিলাইজেশন, জেইস টি* (Zeiss T*) কোটিং এবং ডিপ অ্যাবসর্পশন গ্লাস অফার করবে।
প্রসেসর ও ডিসপ্লে
ভিডিওর জন্য, Vivo X300 Pro মডেলে ৪কে পোর্ট্রেট রেকর্ডিং, ডুয়েল ফোকাল ৪কে ১২০এফপিএস ডলবি ভিশন এইচডিআর এবং ৪কে ১২০ এফপিএস ১০-বিট লগ সাপোর্ট করবে। সিরিজটি ভি৩+ ইমেজিং চিপ দ্বারা চালিত হবে, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসরের সাথে যুক্ত থাকবে। ডিভাইসগুলি অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে রান করবে ও এগুলিতে অ্যাপল ইকোসিস্টেম ইন্টারকানেক্ট সাপোর্ট করবে। আবার এই সিরিজে ১ নিট ব্রাইটনেস সহ বিওই কিউ১০ প্লাস ডিসপ্লে ব্যবহার করা হবে। রিপোর্ট অনুসারে, Vivo X300 সিরিজ আগামী ১৩ অক্টোবর চীনে লঞ্চ হবে।