ভিভো গত বছর Vivo X200 Pro Mini মডেলটি লঞ্চ করেছিল। ৬.৩ ইঞ্চির ডিসপ্লে যুক্ত কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি শুধুমাত্র চীনেই উপলব্ধ ছিল। যদিও এবছর Vivo X300 Pro Mini মডেল লঞ্চ হবে না, তবে স্ট্যান্ডার্ড Vivo X300 গত বছরের Mini মডেলের উত্তরসূরি হিসেবে আসছে। এতেও থাকবে ৬.৩ ইঞ্চির স্ক্রিন। কোম্পানি এখন একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে, যা নতুন মডেলটি তার পূর্বসূরির তুলনায় কী কী আপগ্রেড আনতে চলেছে তা তুলে ধরেছে।
Vivo X300 ফোনটি নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ভিভোর নিজস্ব ব্লুইমেজ ভি৩+ ইমেজ চিপ যুক্ত থাকবে, যা সামগ্রিক ইমেজিং ক্ষমতাকে উন্নত করবে। এতে এখন একটি জেইস (Zeiss) ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা প্রাইমারি ক্যামেরা, একটি এপিও (APO) টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। এতে ৪কে ১২০ ফ্রেম পার সেকেন্ডে ১০ বিট লগ ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে, যা Vivo X200 Pro Mini এর ৪কে ৬০ এফপিএস এইচডিআর ভিডিও রেকর্ডিংয়ের তুলনায় একটি আপগ্রেড।
ডিজাইনের ক্ষেত্রে, Vivo X300 মডেলে ৭.৯৫ মিলিমিটারের আল্ট্রা-স্লিম বডি মিলবে, যার মধ্যে থাকবে ১.০৫ মিলিমিটারের বেজেল এবং সাসপেন্ডেড ওয়াটারড্রপ কার্ভড গ্লাস ফিনিশ। এতে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ২.০, সেমি-সলিড প্রযুক্তি সহ একটি চতুর্থ প্রজন্মের সিলিকন নেগেটিভ ব্যাটারি এবং দীর্ঘমেয়াদী ফ্লুইডিটির জন্য অরিজিনওএস ৬ কাস্টম স্কিন পাওয়া যাবে।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট সহ আসা Vivo X200 Pro Mini হ্যান্ডসেটে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮.১৫ মিলিমিটারের নন-সিমেট্রিকাল ডিজাইন এবং অরিজিনওএস ৫ ছিল। আসন্ন Vivo X300 মডেলটিও ইমেজিং, পাওয়ার এফিসিয়েন্সি এবং ডিজাইনে উল্লেখযোগ্য উন্নতি সহ কমপ্যাক্ট ফ্ল্যাগশিপের ধারাকে অব্যাহত রাখবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.