ভারতে লঞ্চের আগে Vivo X300, Oppo Find X9 ও Realme GT 8 Pro পেল BIS থেকে অনুমোদন

ভিভো ইতিমধ্যেই জানিয়েছে যে তারা আগামী ১৩ অক্টোবর চীনে Vivo X300 সিরিজ লঞ্চ করতে চলেছে। অন্যদিকে, আগামী ১৬ অক্টোবর Oppo Find X9 লাইনআপটি উন্মোচন করা হবে। যদিও আরেক চীনা ব্র্যান্ড রিয়েলমি এখনও Realme GT 8 সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে বলা হয়েছে যে অক্টোবরে এই সিরিজ বাজারে পা রাখবে। এরপরেই, Vivo X300 এবং Oppo Find X9 সিরিজ ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ হবে। আর রিয়েলমি ইন্ডিয়া ইতিমধ্যেই টিজার প্রকাশ করে এদেশে Realme GT 8 Pro এর আগমনের কথা নিশ্চিত করেছে। সেইমতো এখন ভিভো, ওপ্পো ও রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি ভারতের BIS সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে।
Vivo X300, Oppo Find X9 ও Realme GT 8 Pro পেল BIS সার্টিফিকেশন
CPH2791 মডেল নম্বর সহ একটি ওপ্পো স্মার্টফোন ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) থেকে ছাড়পত্র পেয়েছে। রিপোর্ট অনুসারে, এই মডেল নম্বরটি Oppo Find X9 এর স্ট্যান্ডার্ড ভার্সনের। অন্যদিকে, বিআইএস V2514 মডেল নম্বর সহ একটি ভিভো ফোনকেও অনুমোদন দিয়েছে। জানা গেছে, এই মডেল নম্বরটি Vivo X300 এর গ্লোবাল সংস্করণের।
আবার, আরেকটি স্ক্রিনশট অনলাইনে শেয়ার করা হয়েছে, যা প্রকাশ করছে যে, RMX5210 মডেল নম্বর সহ একটি রিয়েলমি ফোন বিআইএস দ্বারা অনুমোদিত হয়েছে। এই ডিভাইসটি Realme GT 8 Pro এর গ্লোবাল সংস্করণ বলে মনে করা হচ্ছে।
Oppo Find X9 এবং Vivo X300 নভেম্বরে ভারতে আসবে
সূত্র মারফত জানা গেছে যে, Oppo Find X9 ও Vivo X300 নভেম্বর মাসে ভারতে আত্মপ্রকাশ করতে পারে। এদের সাথে ‘Pro’ মডেল, অর্থাৎ Oppo Find X9 Pro এবং Vivo X300 Pro লঞ্চ হতে পারে। তবে এগুলি এখনও বিআইএস-এর অনুমোদন পায়নি। উভয় সিরিজই ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট সহ আসবে।
এদিকে, রিয়েলমি ইতিমধ্যেই প্রচার করতে শুরু করেছে যে, এদেশের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চালিত ফোন হতে চলেছে Realme GT 8 Pro। এটি অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে ভারতে আত্মপ্রকাশ করতে পারে।