AnTuTu তে CPU টেস্টে শীর্ষে Vivo X300 Pro, পিছনে ফেলল Xiaomi 17 Pro Max মডেলকে

Vivo X300 সিরিজটি চলতি সপ্তাহেই চীনে লঞ্চ হয়েছে।আর এই সিরিজের ফোনগুলি যে দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে তা সাম্প্রতিক রিপোর্ট থেকে সামনে এসেছে। আসলে আনটুটু সিপিইউ বেঞ্চমার্ক টেস্টে দেখা গেছে এই সিরিজের Pro মডেলটি লেটেস্ট Xiaomi 17 Pro Max কেও পারফরম্যান্সে ছাপিয়ে গিয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর দ্বারা চালিত Vivo X300 Pro স্মার্টফোনের Satellite Communication Edition সিপিইউ এবং স্টোরেজের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। অন্যদিকে, শাওমির ফ্ল্যাগশিপ ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ দ্রুত জিপিইউ পারফরম্যান্স এবং ইউএক্স টেস্টে তুলনামূলক ভালো স্কোর করেছে। আসুন আনটুটু টেস্টের ফলাফল থেকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Vivo X300 Pro বনাম Xiaomi 17 Pro Max: AnTuTu টেস্টের ফলাফল

টিপস্টার সুধাংশু আম্ভোরে তার সাম্প্রতিক এক্স পোস্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চালিত Vivo X300 Pro এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট যুক্ত Xiaomi 17 Pro Max এর আনটুটু স্কোর শেয়ার করেছেন। এর মধ্যে, Vivo X300 Pro Satellite Communication Edition-টি আনটুটু বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ৩৯,৫৬,৮৮৫ পয়েন্ট স্কোর করেছে, যা Xiaomi 17 Pro Max-এর ৩৭,৩১,০৭৭ পয়েন্টের চেয়ে কিছুটা বেশি।

সিপিইউ পরীক্ষার ফলাফলগুলি দেখলে, ভিভোর হ্যান্ডসেটটি ১০,৩০,১৮০ পয়েন্ট পেয়েছে, এদিকে শাওমির ফ্ল্যাগশিপ ফোনটি ১০,১৮,৬৩১ পয়েন্ট লাভ করেছে। ফলে এই স্কোরগুলি ইঙ্গিত দেয় যে, Vivo X300 Pro Satellite Communication Edition সামগ্রিকভাবে কিছুটা ভালো প্রসেসিং পাওয়ার এবং কঠিন কাজে দ্রুত পারফরম্যান্স অফার করতে সক্ষম।

মেমরি পারফরম্যান্সের ক্ষেত্রে, ভিভো স্মার্টফোনটি ৭,০৯,৮৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, যেখানে শাওমি মডেলটি ৫,২৪,৪৮৪ পয়েন্ট পেয়েছে। ফলে ভিভো হ্যান্ডসেটটি আরও ভালোভাবে মাল্টিটাস্কিং করতে এবং বড় আকারের অ্যাপগুলির মসৃণভাবে পরিচালনা করতে সক্ষম।

এদিকে ইউএক্সের ক্ষেত্রে, Xiaomi 17 Pro Max ৭,৯৫,০০৬ পয়েন্ট পেয়েছে, যেখানে Vivo X300 Pro-এর ৭,৬২,৯৩৬ পয়েন্ট রয়েছে, যা দেখায় যে শাওমির লেটেস্ট ফোনটি কিছুটা বেশি প্রতিক্রিয়াশীল এবং পলিশড ইউজার ইন্টারফেস অফার করে।

আবার জিপিইউ পারফরম্যান্সের ক্ষেত্রে, Vivo X300 Pro ১৪,৫৩,৮৭৭ পয়েন্ট পেয়েছে, যেখানে Xiaomi 17 Pro Max ১৩,৯২,৯৫৬ পয়েন্ট পেয়েছে। আর পরীক্ষা চলাকালীন দুই হ্যান্ডসেটের তাপমাত্রা প্রায় একই রকম ছিল। Vivo X300 Pro এর তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। অন্যদিকে, Xiaomi 17 Pro Max ১৭.২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। উভয়ই প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ এর দাম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ এর চেয়ে ৫০ শতাংশ কম

এক্স-এ টেক ইনসাইডার অভিষেক যাদবের একটি পোস্ট থেকে জানা গেছে যে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপের আনুমানিক ওইএম উৎপাদন খরচ প্রায় ১৮০ ডলার (আনুমানিক ১৬,০০০ টাকা) থেকে ২০০ ডলার (প্রায় ১৭,৮০০ টাকা)-এর মধ্যে। যদি এই তথ্যটি সঠিক হয়, তাহলে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ এর তুলনায় প্রায় ৫০ শতাংশ কম দামি। কারণ অনুমান করা হচ্ছে, কোয়ালকমের চিপটির উৎপাদন খরচ প্রায় ২৮০ ডলার (আনুমানিক ২৪,৯০০ টাকা)।

উল্লেখ্য, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ উভয়ই তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৩ ন্যানোমিটার এন৩পি প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হয়েছে।