Categories: মোবাইল

Vivo X300 Pro ও Vivo X300 শক্তিশালী প্রসেসর ও 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখুন

অবশেষে ভিভো পর্দা সরালো তাদের নতুন ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ Vivo X300 সিরিজের ওপর থেকে। এই লাইনআপে রয়েছে দুটি মডেল – Vivo X300 এবং Vivo X300 Pro। এই হ্যান্ডসেটগুলি লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসরের পাশাপাশি জেইস (Zeiss)-ইঞ্জিনিয়ারড ক্যামেরা এবং V3+ ইমেজ প্রসেসিং অফার করে। সদ্য লঞ্চ হওয়া Vivo X300 এবং Vivo X300 Pro মডেলে ১.৫কে ওলেড এলটিপিও (OLED LTPO) প্যানেল রয়েছে ও এগুলিতে যথাক্রমে ৬,০৪০ এমএএইচ ব্যাটারি এবং ৬,৫১০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আসুন এই নতুন ফ্ল্যাগশিপগুলির সকল স্পেসিফিকেশন এবং দাম সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

Vivo X300 এবং Vivo X300 Pro এর দাম ও লভ্যতা

চীনে Vivo X300 ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৭০০ টাকা)। আর উচ্চতর ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৮,৪০০ টাকা) মূল্যে। ফোনটির ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬২,১০০ টাকা), ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৯৯৯ টাকা) এবং ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৭২,৯৯৯ টাকা)। এটি ফ্রি ব্লু, কমফোর্টেবল পার্পল, পিওর ব্ল্যাক এবং লাকি কালার (চীনা ভাষা থেকে অনূদিত) – এর মতো কালার অপশনে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, চীনে Vivo X300 Pro এর বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি পাওয়া যাচ্ছে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৯০০ টাকা) মূল্যে। ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ সংস্করণগুলির দাম যথাক্রমে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৪,৬০০ টাকা) এবং ৬,৬৯৯ ইউয়ান (প্রায় ৮৩,৩০০ টাকা)। এছাড়া, ডিভাইসটির ১৬ জিবি + ১ টিবি স্যাটেলাইট কমিউনিকেশন ভার্সনের মূল্য ৮,২৯৯ ইউয়ান (প্রায় ১,০৩,২০০ টাকা)। হ্যান্ডসেটটিকে চারটি রঙে বেছে নেওয়া যাবে – ওয়াইল্ডারনেস ব্রাউন, সিম্পল হোয়াইট, ফ্রি ব্লু এবং পিওর ব্ল্যাক।

Vivo X300 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo X300 Pro মডেলে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে (২,৮০০×১,২১৬ পিক্সেল) ফ্ল্যাট বিওই কিউ১০+ এলটিপিও ওলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সার্কুলার পোলারাইজেশন ২.০ অফার করে। এই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট, যার সাথে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.১ স্টোরেজ যুক্ত। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, Vivo X300 Pro মডেলে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT-828 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 আল্ট্রাওয়াইড লেন্স এবং ওআইএস সহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর। এতে জেইসের ২.৩৫× টেলিফটো টেলিকনভার্টার অপশনাল অ্যাকসেসরিজগুলিও সাপোর্ট করে। এই জেইস ক্যামেরা সিস্টেমের সাথে পোস্ট-প্রসেসিং এবং প্রি-প্রসেসিংয়ের জন্য যথাক্রমে V3+ এবং Vs1 ইমেজিং চিপ অন্তর্ভুক্ত রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 সেলফি ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X300 Pro হ্যান্ডসেটে ৬,৫১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, ডিভাইসে আল্ট্রাসোনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এতে ডুয়েল স্পিকার, এক্স-সিরিজের সবচেয়ে বড় এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, অ্যাকশন বাটন, সিগন্যাল এমপ্লিফায়ার চিপ এবং ৪ এক্স ওয়াই-ফাই বুস্টার রয়েছে। Vivo X300 Pro হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে পাওয়া যাবে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, জিপিএস এবং ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-সি পোর্ট। হ্যান্ডসেটটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং রয়েছে।

Vivo X300 এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo X300 মডেলে Pro ভ্যারিয়েন্টের মতোই চিপসেট, অপারেটিং সিস্টেম, বিল্ড, কানেক্টিভিটি এবং সিকিউরিটি ফিচার উপস্থিত। এতে ৬.৩১ ইঞ্চির ১.৫কে (২,৬৪০×১,২১৬ পিক্সেল) ফ্ল্যাট বিওই কিউ১০+ এলটিপিও ওলেড স্ক্রিন আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি প্রো ভার্সনের মতো একই চার্জিং স্পেসিফিকেশন অফার করে, তবে এতে তুলনামূলক ছোট ৬,০৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo X300 স্মার্টফোনে প্রো মডেলের মতোই ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা মিলবে। আর এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ওআইএস-সমর্থিত ২০০ মেগাপিক্সেলের Samsung HPB প্রাইমারি সেন্সর, আল্ট্রাওয়াইড লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের LYT-602 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। জেইস-সাপোর্টেড এই সেটআপে V3+ পোস্ট-প্রসেসিং ইমেজিং চিপ এবং জেইসের ২.৩৫× টেলিফটো টেলিকনভার্টার অপশনাল অ্যাক্সেসরিও পাওয়া যাবে।

Ananya Sarkar

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

11 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

11 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

11 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

23 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

24 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.