আগামী মাসে অর্থাৎ অক্টোবরে লঞ্চ হতে চলেছে Vivo X300 সিরিজ। এটি Vivo X200 সিরিজের উত্তরসূরি হিসেবে আসবে। ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও টিপস্টারদের দৌলতে আসন্ন এই সিরিজের ফোনগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এছাড়া কোম্পানির তরফেও ডিভাইসগুলির বিভিন্ন ফিচার নিশ্চিত করা হচ্ছে। আজ আবার কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার হান বক্সিয়াও এই সিরিজের স্পেসিফিকেশন এবং পারফরম্যান্স সংক্রান্ত তথ্য অনলাইনে প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে Vivo X300 Pro একটি নতুন ভাইব্রেশন মোটর এবং কোম্পানির নিজস্ব ইউনিভার্সাল সিগন্যাল অ্যামপ্লিফায়ার চিপসেট সহ আসবে। পাশাপাশি এই সিরিজের লঞ্চের তারিখও জানা গেছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি একটি উইবো পোস্টে জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর চীনে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হবে, যেখানে প্রথমবার ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট। অন্য একটি পোস্টে, টিপস্টার জানিয়েছেন যে স্ট্যান্ডার্ড Vivo X300 মডেলে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০২ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। ফলে আমাদের অনুমান তিনি আগের পোস্টটি এই ফোন সম্পর্কেই করেছিলেন।
রিপোর্ট অনুযায়ী, Vivo X300 স্মার্টফোনে থাকবে ৬.৩১ ইঞ্চি ৮টি এলটিপিও বিওই ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে এপিও পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং টেলিফটো ম্যাক্রো সেন্সর পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং “হাই-স্পেক” ইউএসবি টাইপ-সি পোর্টও মিলবে। অন্যদিকে Vivo X300 Pro স্মার্টফোনে খুব পাতলা বেজেল সহ ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হবে। উভয় হ্যান্ডসেটই ৭ মিমি পুরু হবে।
সম্প্রতি, ভিভোর প্রোডাক্ট ম্যানেজার আরও জানিয়েছেন যে Vivo X300 Pro মডেলটি কাস্টম সুপার সেন্স ভাইব্রেশন মোটর সহ আসবে, যার মডেল নম্বর ৭৫১৪৪০। এছাড়া এটি স্ব-উন্নত ইউনিভার্সাল সিগন্যাল অ্যামপ্লিফায়ার চিপসেট সহ লঞ্চ হবে।
এর আগে সামনে এসেছিল যে Vivo X300 Pro মডেলে ডুয়েল চ্যানেল ইউএফএস ৪.১ ফোর-লেন অনবোর্ড স্টোরেজ থাকবে। হ্যান্ডসেটটি AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে সামগ্রিক পারফরম্যান্সে ৪০,১১,৯৩২ পয়েন্ট অর্জন করেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.