Vivo X300 সিরিজের ফোনে থাকছে Apple ডিভাইসে ফাইল শেয়ার করার সুবিধা, মিলবে AirDrop এর মতো ফিচার

অক্টোবরে বাজারে আসতে চলেছে Vivo X300 সিরিজ। এই সিরিজ X200 এর উত্তরসূরি হিসেবে আসবে। আসন্ন এই সিরিজের ডিভাইসগুলির প্রসেসর এবং ক্যামেরায় কেবল উন্নতি দেখা যাবে না, পাশাপাশি এগুলি নতুন কানেক্টিভিটি অপশন সহ আসবে। জানা গেছে, আপকামিং ফোনগুলিতে AirDrop স্টাইলের টুল থাকবে, যা অ্যাপলের বিভিন্ন ডিভাইসের সাথে ফাইল শেয়ার করতে দেবে। সম্প্রতি চীনের মাইক্রোব্লগিং সাইট, ওয়েইবো-তে একজন ভিভো এক্সিকিউটিভ এই তথ্য শেয়ার করেছেন।

Vivo X300 সিরিজ আসছে AirDrop এর মতো ফাইল শেয়ার ফিচার সহ

এক্সিকিউটিভ জানিয়েছেন যে, Vivo X300 ও X300 Pro মডেল দুটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এছাড়া ডিভাইস দুটি AirDrop এর মতো ফিচার সহ আসবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা Mac বা iPad এর মতো অ্যাপল ডিভাইসে ওয়্যারলেসভাবে ফাইল পাঠাতে পারবেন। তবে এরজন্য উভয় মডেলে একটি Vivo অ্যাকাউন্ট থাকতে হবে।

বলার অপেক্ষা রাখে না যে, X300 সিরিজের মাধ্যমে Vivo তাদের ইকোসিস্টেম আরও বিস্তৃত করার চেষ্টা করছে। কারণ নতুন ফিচারটি AirDrop এর মতো কাজ করলে ব্যবহারকারীরা সহজেই অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপল ডিভাইসের মধ্যে সহজেই ফাইল শেয়ার করতে পারবেন। এদিকে হার্ডওয়্যারের দিক থেকে, X300 Pro হ্যান্ডসেটে হ্যাসেলব্লাড টিউনড কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর ডিজাইনের দিক থেকেও এতে কিছু পরিবর্তন দেখা বলে আশা করা হচ্ছে।

iQOO 15 মডেলটিও একই ফিচার সহ আসতে পারে

ভিভো এক্স৩০০ সিরিজের পাশাপাশি আইকো ১৫ স্মার্টফোনটিও একই ফাইল শেয়ারিং টুলের সাথে আসবে বলে আমাদের অনুমান। কারণ এটিও স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসরের পাশাপাশি অরিজিনওএস ৬ কাস্টম স্কিন সহ আসবে। যদিও এই সম্পর্কে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি।