Vivo X300 সিরিজের ফোন কিনলে বড় চমক, Zeiss টেলিফোটো এক্সটেন্ডার কিট সহ ভারতে আসছে

এই মাসের শুরুতে চীনে লঞ্চ হয়েছে Vivo X300 Pro এবং X300 স্মার্টফোন। এবার ডিভাইসগুলি ভারতেও আসতে চলেছে। সম্প্রতি এগুলি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ডেটাবেসে উপস্থিত হয়েছে। পাশাপাশি হ্যান্ডসেট দুটি গ্লোবাল মার্কেটের বেশ কয়েকটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও অন্তর্ভুক্ত হয়েছে। ফলে বলা যায় যে শীঘ্রই Vivo X300 Pro এবং X300 চীনের বাইরে পাওয়া যাবে। আজ জনপ্রিয় এক টিপস্টার ফোন দুটির ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন সামনে এনেছেন। তার দাবি আসন্ন ডিভাইস দুটিতে টেলিফোটো এক্সটেন্ডার কিট সাপোর্ট করবে।
Vivo X300 সিরিজ ভারতে Zeiss টেলিফোটো এক্সটেন্ডার কিট সহ লঞ্চ হতে পারে
টিপস্টার যোগেশ ব্রার, স্মার্টপ্রিক্স ওয়েবসাইটকে জানিয়েছেন যে, Vivo X300 ও X300 Pro এর ভারতীয় ভ্যারিয়েন্টে নতুন Zeiss টেলিফোটো এক্সটেন্ডার কিট সাপোর্ট করবে। দুটি স্মার্টফোনেই Zeiss ২.৩৫এক্স টেলিকনভার্টার লেন্স থাকবে, যা ছবির স্বচ্ছতার সাথে কোনও আপস না করেই অপটিক্যাল জুম অফার করবে।
জানা গেছে Vivo X300 Pro মডেলে ৮.৮এক্স পর্যন্ত অপটিক্যাল জুম পাওয়া যাবে, যেখানে স্ট্যান্ডার্ড X300 মডেলে প্রায় ৭এক্স জুম সাপোর্ট করবে। টেলিকনভার্টারটি Pro ডিভাইসে ফোকাল লেন্থ ২০০ মিমি এবং স্ট্যান্ডার্ড মডেলে ১৬৫মিমি পর্যন্ত বৃদ্ধি করবে। এছাড়া ক্যামেরা অ্যাপের মধ্যে ডেডিকেটেড টেলিকনভার্টার মোডও পাওয়া যাবে।
Vivo X300 সিরিজের ক্যামেরা ফিচার
Vivo X300 Pro ডিভাইসের চীনা ভার্সনে আছে Zeiss-অপ্টিমাইজড ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, যার মধ্যে পাওয়া যাবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং OIS সহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর। এতে V3+ এবং Vs1 ইমেজিং প্রসেসর দেওয়া হয়েছে।
এদিকে, স্ট্যান্ডার্ড Vivo X300 মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল Samsung HPB প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল Sony LYT-602 পেরিস্কোপ ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।
অন্যান্য স্পেসিফিকেশন
Vivo X300 সিরিজের প্রতিটি হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এগুলি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে চলে। আর প্রো এবং বেস ভ্যারিয়েন্টগুলিতে যথাক্রমে ৬৫১০ এমএএইচ এবং ৬০৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

