Vivo তাদের Y সিরিজের অধীনে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করে থাকে। গত বছর মার্চে সংস্থা Y03 নামে একটি বাজেট ফোন এনেছিল। আর এখন সেটির আপগ্রেড ভার্সনের উপর কাজ শুরু হয়েছে। Vivo Y04 চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চে লঞ্চ হতে পারে। স্মার্টফোনটি TRDA, CQC ও NCC সহ একাধিক সার্টিফিকেশন সাইট দেখা গিয়েছে, যা ডিজাইন ও স্পেসিফিকেশন সামনে এনেছে।
ছবিতে Vivo Y04 দুটি রঙের বিকল্পে দেখা গিয়েছে —ম্যাট ফিনিশ সহ গাঢ় সবুজ ভেরিয়েন্ট এবং গ্লাস ব্যাক সহ পার্পল ভেরিয়েন্ট। ক্যামেরা ডিপার্টমেন্ট দেখতে খুবই বেসিক। পিল-আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দুটি সেন্সর রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ফোনটি অনেকটা Samsung Galaxy S25 Edge-এর মতো দেখতে লাগছে।
Vivo Y04-এর নীচের প্রান্তে একটি হেডফোন জ্যাকের পাশাপাশি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট বর্তমান। স্পিকার গ্রিলটি রয়েছে শীর্ষে। সিম ট্রে বাম দিকে রাখা হয়েছে। ফোনের সামনে, সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ যুক্ত ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। ডিভাইসটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮০ মিমি x ১৭০ মিমি।
NCC ডেটাবেসে Vivo Y04 স্মার্টফোনের ব্যাটারি লিস্টেড ছিল। এটি একটি লিথিয়াম-আয়ন সেল ব্যাটারি (মডেল নম্বর BA61), যার রেটেড ক্যাপাসিটি ৫,৩৮০ এমএএইচ এবং টিপিক্যাল ক্যাপাসিটি হল ৫,৫০০ এমএএইচ। ওই ডাটাবেসে একটি পাওয়ার অ্যাডাপ্টার (মডেল নম্বর V1530L0B0-US) রয়েছে যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.