আসছে Vivo Y04e স্মার্টফোন, এইচডি প্লাস ডিসপ্লে ও ৫৫০০mAh ব্যাটারি সহ বাজেট ফোনের চমক

চলতি মাসের শুরুতেই Vivo-র বেশ কয়েকটি স্মার্টফোন Y04e, Y04s, Y04, এবং Y19e, গুগলের সাপোর্টেড ডিভাইসের লিস্টে অন্তর্ভুক্ত হয়েছিল। এই চারটি ফোনের মডেল নম্বর আলাদা হলেও, ডিভাইস কোড এক – V2430। অর্থাৎ এদের ডিজাইন বা ফিচারের মধ্যে খুব বেশি পার্থক্য দেখা যাবে না বলেই আমাদের অনুমান। অর্থাৎ সফটওয়্যারের দিক থেকে সামান্য বদল থাকলেও এদের হার্ডওয়্যার একই রকম থাকতে পারে।
Vivo Y04e এবার গুগল প্লে কনসোলে
উল্লেখিত মডেলগুলির মধ্যে এবার ভিভো ওয়াই০৪ই কে গুগল প্লে কনসোলে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।
ইউনিসক প্রসেসর সহ আসবে
ভিভো ওয়াই০৪ই স্মার্টফোন ব্যবহার করা হবে ইউনিসক প্রসেসর, যার মধ্যে দুটি আর্ম কর্টেক্স-এ৭৫ কোর এবং ছয়টি আর্ম কর্টেক্স-এ৫৫ কোর রয়েছে। প্রত্যেকটি কোর ১.৮ গিগাহার্টজ গতিতে কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে থাকবে আর্ম মালি জি৫৭ জিপিইউ, যার ক্লক স্পিড ৬৫০ মেগাহার্টজ। এই কনফিগারেশন থেকে স্পষ্ট যে এটি ইউনিসক T612 চিপসেট হবে।
এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাবে
এর সামনে দেখা যাবে এলসিডি প্যানেল, যার রেজোলিউশন ৭২০ x ১৬০০ পিক্সেল। ফোনটি ৪ জিবি র্যাম সহ আসবে এবং চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে। আর গুগল প্লে কনসোল থেকে যে ছবি সামনে এসেছে তা দেখে বলা যায় যে, এটি দেখতে আগের Y19e বা Y04-এর মতো হবে।
Vivo Y04e এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এছাড়া আপাতত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে এটি Y04-এর লাইট ভার্সন হতে পারে, যেটি এই বছরের ফেব্রুয়ারিতে বাজারে এসেছিল। সেক্ষেত্রে Vivo Y04e মডেলে থাকতে পারে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য এর সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও পিছনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি IP64 রেটিং ও MIL-STD-810H মিলিটারি সার্টিফিকেশন সহ আসতে পারে।
Photo Credit: xpertpick